আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের আগে পাসপোর্ট করবেন না

মাত্র চার মাস আগেই হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে আর্জেন্ট ভিত্তিতে ৬০০০ টাকা খরচ করে মেশিন রিডেবল পাসপোর্ট করেছিলাম। তখন ব্যচেলার ছিলাম, তাই স্ত্রীর নামের ঘর ফাকা ছিল। পাসপোর্ট করার কিছুদিন পরই বিয়ে করলাম। জরুরী প্রয়োজনে স্ত্রীকে নিয়ে দেশের বাইরে যাবার প্রয়োজন। তাই স্ত্রীর পাসপোর্টও আর্জেন্ট ভিত্তিতে ৬০০০ টাকা দিয়ে করলাম।

এখন ঝামেলা তৈরি হয়েছে আমার পাসপোর্টে স্ত্রীর নাম নাই। স্ত্রীর নাম সংযোজন করতে হবে। ভাল কথা, গেলাম পাসপোর্ট অফিসে তাদের কথাশুন মাথার ভিতর ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। মহামান্য জ্ঞানীরা বললেন স্ত্রীর নাম সংযোজন করা যাবে না। নতুন পাসপোর্ট নিতে হবে।

এদিকে আমার হাতে সময়ও নেই। তার মানে আবারও ৬০০০ টাকা লাগবে। এটা কোন কথা হলো, অতিরিক্ত তথ্য সংযোজন করার জন্য কেন নতুন পাসপোর্ট নিতে হবে ? পাসপোর্ট অফিসের অনেক উদ্ধতন কর্মকতাদের সাথে কথা বললেও, বিষয়টার যে কোন যৌক্তিকতা নাই সেটা বুঝাতে ব্যর্থ হলাম। তাই বিয়ের আগে পাসপোর্ট করবেন না। করলে আমার মতো ধরা খাবেন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।