আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম মানব মস্তিষ্ক আবিষ্কার!

॥ সামিউল হক সুমন ॥ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক। মস্তিষ্ক দিয়েই মানুষ বুদ্ধি প্রয়োগ করতে পারে। দ্রুত নিতে পারে কঠিন কোনো সিদ্ধান্ত। গবেষকরা জানিয়েছেন, একটি পরিণত মানব মস্তিষ্কে প্রায় ১০ হাজার কোটি নিউরোন থাকে এবং প্রতিটি নিউরোন প্রতি সেকেন্ডে কয়েকশ' কোটি ধরনের হিসাব করে থাকে। প্রতি মুহূর্তে মস্তিষ্কের সব ক'টি নিউরোনের সম্মিলিত কর্মকাণ্ড এখনও রহস্যে ঘেরা।

এতদিন ধরে যা ছিল অসাধ্য, স্বপ্ন এবং কল্পনা তা এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির [এমআইটি] একদল গবেষক। তারা উদ্ভাবন করছেন এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি, যা হুবহু মানুষের মস্তিষ্কের কার্যকারিতা নকল করতে পারবে। নতুন এই 'কৃত্রিম মস্তিষ্ক' চিপটি তৈরি করা হয়েছে প্রায় ৪০০ ট্রানজিস্টর ব্যবহার করে। আর এসব ট্রানজিস্টরের মধ্যকার আন্তঃসংযোগের নকশাটি করা হয়েছে মস্তিষ্কের অনুরূপ। ব্রেনের প্রতিটি সেলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের আদলে ট্রানজিস্টরের মধ্যে বিদ্যুৎ চালনা করা হয়।

আর এতেই দেখা যায় নিউরনের প্রতিটি আয়নিক প্রক্রিয়ার ব্যাখ্যা চলে আসছে। তাদের সাফল্যে অবাক হয়েছেন অনেক নিউরন বিশেষজ্ঞ। প্রযুক্তিবিদরা মনে করছেন, এই চিপ কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিভাইস উদ্ভাবনে অবদান রাখবে। মস্তিষ্কের আয়ন চ্যানেলে আয়নগুলো যেভাবে প্রবাহিত হয়, কৃত্রিম চিপে তড়িৎ প্রবাহ হয় ঠিক সেভাবেই প্রবাহিত হবে।

গবেষকরা ভিজ্যুয়াল প্রসেসিংয়ের মতো কাজ করার জন্য প্রয়োজনীয় নিউরাল ফাংশন তৈরির কাজে এ চিপ ব্যবহার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। মানবদেহের জন্য কৃত্রিমভাবে তৈরি অঙ্গগুলোর সঙ্গে মস্তিষ্কের যোগাযোগেও পরিবর্তন সূচিত হবে বলে আশা করছেন গবেষকরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।