আমাদের কথা খুঁজে নিন

   

কত বড় সাহস পোলার্ডের আমাগো নাসিররে মাসল দেখায়।

প খেলার শেষের দিকে একটা দৃশ্য দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ। ঘটনা হলো পোলার্ড ও নাসিরের কথোপকথন। বাংলাদেশ যখন জয়ের দারপ্রান্তে আর নাসির যখন শক্ত মাঝি পোলার্ডও চেষ্টা করে দেখলো মাঝিকে পানিতে ফেলে দেওয়া যায় কিনা। পোলার্ড তার মাসল দেখিয়ে নাসিরকে বলতেছে জোরে মারো বল মাঠের বাইরে পাঠিয়ে দাও। নাসির বেচারা কি আর করবে তারতো আর পোলার্ডের মত মাসল নাই তবু তার যা আছে তাই দেখিয়ে বলল নারে ভাই তোমার মত আমার মাসল নাই।

রসিক নাসির ভাই পোলার্ড বুঝিয়ে দিলো আমাকে লোভ দেখিয়ে বা টিজ করে লাভ নাই। আর লম্বা হলেই দারোগা হয় না তবে নাসির পোলার্ডকে দেখিয়ে দিয়েছে মাসল ছারা কিভাবে বল মাঠের বাইরে নিতে হয়। সাবাস বাংলাদেশের টাইগাররা। সাথে একটা খারাপ খবরও আছে । ফ্রেন্ডের বাসার সামনে এসআইবিএলের একটা ব্রান্চ আছে বললাম কি অবস্থা।

যা বলল তা হলো টি২০ এর টিকেটের জন্য মানুষ লাইনে দাড়িয়ে গেছে এখনই। অনেকেই ঘুমিয়ে পড়েছে পেপার বিছিয়ে যারযার জায়গায়। বন্ধু গিয়ে দেখে সিরিয়াল নাম্বার ২৭০ এর পর আর নেয় নাই । সত্যি আমরা দেশকে খুব ভালোবাসি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।