আমাদের কথা খুঁজে নিন

   

কাক সিরিজ-২৫

mail.aronno@gmail.com (কেউ না কেউ জানে, কোন কেশবিন্যাসে আমি হয়ে উঠি বিষধর সাপ) লাল, এমন শব্দ থেকেও মুছে গেল রং এত যে রোদ শাখায়, শাখায় প্রিয় কাক, আজ তবে মাংসের দিন ঠোঁটে ও ত্বকে মেখে নাও আমিষের রস ঐ চুল হাওয়ায় উড়িয়ো না আর ফিরে এলে বিষন্ন কাক কে থামাবে বলো প্রখর মাংসের স্বাদ আরও ঋতুবতী হও আরও ডুবে যাক ত্বক রক্ত ও নেশায় কৃষ্ণপক্ষ এলে আমিও ডাকব নেশাতুর চাঁদ যদি ভুলভাবে জেগে যায় ক্ষুধার্ত কাক প্রিয় তুমি রেখে যেয়ো ফসলের দাগ বিভা, বিভা বলে চমকে উঠে ঘুম উষ্ণ-পক্ষ থেকে ধেয়ে আসে মাতাল প্রলাপ এত যে বাজছে সুর নেশা ও মায়ার ক্ষণিক ঝলছে উঠা কামনার দাঁত হায়, শরীর ছেড়ে বেরিয়ে আসা কাকেদের রব ‘ছিল, ছিল, পরকালেও ছিল, এই কেশবিন্যাস’ ২১.০৪.১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।