আমাদের কথা খুঁজে নিন

   

কেন যেন হৃদয়

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। কেন যেন আমার হৃদয় যমুনার তীর দিয়ে, তি¯তার তীর ঘেঁষে ; আয়নমন্ডলের পর্দা ছিঁড়ে দ্রুততম বিমানের মতো- বেতারের শব্দ তরঙ্গের মতো- নিমিষেই উড়ে গেলো হিমালয়ের নিকটতম এক নগরীতে। সেই নগরীর অলি গলি পথে কারে যেন খুঁজে মরে হায়- সে কার যেন জানালায় দেয় উঁকি ; টোকা দেয় দরজায়- মনে মনে কি যেন বলে সকল সময়।

কেন আমার হৃদয় আজ পৃথিবীর কোলাহল থেকে দূরে জনপদ থেকে দূরে ; ছোট্ট সেই নগরীর গভীরে মিশে গেলো বোধে আর অনুভবে কোন সাড়া নেই তার ; হৃদয়ের গভীরে কে যেন প্রগাঢ় হলো। ঢাকা ৩১.০৮.২০০১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।