আমাদের কথা খুঁজে নিন

   

ইস , আজকের ম্যাচের জন্য সিমোন ট্যাফেল বা আলিম দার অথবা এত দুভয় যদি থকতো । আজকে অবশ্য টোটাল ১৩ জনের মোকাবেলা করতে হবে বাংলাদেশ দলকে

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। গত ওয়ানডের গুলোর মতো আজকেও বাংলাদেশকে ওয়েষ্ট ইন্ডিজের পাশাপাশি ২ আম্পায়ারকে দেখে শুনে খেলতে হবে । হ্যা, বাংলাদেশ দলেও দুর্বলতা আছে, বাট এর মধ্যেই যদি আম্পায়ারদের দুশমনি থাতে তইলে তো ফাইট দেওয়াও যাচ্ছে না। । আপামনির মানে এনামুল হক মনির কথা বলে লাভ নাই।

নিজের নিরপেক্ষতা প্রমানের জন্য নিজ দেশের বিরুদ্ধে ভুল আউট দিতেও তার বাধে না । আর ১৪ ওয়ান্ডে ম্যাচ পরিচালনা করা শ্রীলংকান আম্পায়ারটি এতো তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে আইসিসি কি প্রমান করতে চাইলো ? বাংলাদেশ কি আম্পায়ারদের পরিক্ষার জায়গা ? যত্তসব ! । । নাদির শাহ অবশ্য ভালো আম্পয়ারিং করতে পারতো বাট বালের দাদারা দিছে ফাসাইয়া। সিরিজ শেষ ! একটাই আফসোস ! হোম এডভান্টেজ কারে কয় এটা এখনো শিখলো না আমাদের বোর্ড আর পিচ কিউরেটররা ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।