আমাদের কথা খুঁজে নিন

   

EBAY তে বিক্রি হওয়া কিছু অদ্ভুত জিনিস!! ছবি সহ (একটি টাশকি পোস্ট)

অবাক সব স্বপ্ন নিজের সাথে গড়ি, ফিরে পেতে নিজেকে...... আবার। EBAY; একটি অত্যন্ত জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট, ১৯৯৫ সাল থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত ৩০ টির ও বেশি দেশে অনলাইনে বিকি-কিনি সেবা দিয়ে যাচ্ছে। কি পাওয়া যায় না EbAY তে?! অন্তত আমি যা খুঁজেছি তার চেয়ে অনেক বেশিই পেয়েছি। অবশ্যই reasonable price এ। Ebay এর সাথে প্রায় ২ বছর যুক্ত আছি।

তো সেদিন পেলাম Ebay এর yellow star...... ১০ টা পজিটিভ ফিডব্যাক পেলে এটা পাওয়া যায় এবং Ebay তে নিজের প্রোফাইলে প্রদর্শন করা যায়। মূলত এরপরই মাথায় ভাবনা টা আসে, Ebay তে বিক্রি হওয়া কিছু আন কমন জিনিসের তালিকা খুঁজে বের করার। কিন্তু খুঁজতে গিয়ে তো আমার চক্ষু চড়কগাছ!!! এমন অদ্ভুত কিছু জিনিস Ebay তে বিক্রি হবার প্রমান পেলাম, যেগুলো কখনো কল্পনাতেও আমার মাথায় আসেনি। আজকে Ebay তে বিক্রি হওয়া সে সব অদ্ভুত জিনিস গুলো নিয়েই আমার ফটো ব্লগ। ১।

একজনের কপাল!! বেপারটা বেশ অদ্ভুতই বটে! ২০ বছর বয়সী Andrew Ficher তার কপালটাকেই বেছে নিয়েছিলেন বিক্রির জন্য !! SnoreStop নামের একটি প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রচার করার জন্য Andrew Ficher এর কপালটাকে ৩৭৩৭৫ ডলারে এক মাসের জন্য কিনে নেয়!! ২। টেক্সাসের একটি শহর!! ছোট এই শহরটি জার্মান কৃষ্টি-কালচার এর জন্য প্রসিদ্ধ। মেয়র ও একটা বিয়ার গার্ডেন সহ শহরটি বিক্রির জন্য EBAY এর লিস্টে ছিল। ৩। একটি আন্ডারওয়্যার!! ঠিক ধরেছেন, সাধারণ কোনও অন্তর্বাস নয়, মাইকেল জ্যাকসনের এই অন্তর্বাসটি সেখানে ১ মিলিয়ন ডলারে বিক্রিও হয়েছে!! ৪।

জীবনের মানে!! এইটা কি বিক্রি করার মত কিছু হইল?!! এক পাগলা শুধু Ebay তে বলেছিল সে জীবন এবং বেঁচে থাকার সার্বজনীন কারন খুঁজে পেয়েছে। আরেক পাগলা এই কারণটাকেই নিলামে ৩ ডলার ২৬ সেন্ট দিয়ে কিনে নেয়!! যাই হোক, কেউ তো কিনল!! (আমার মনে হয় পুরা টাকাটাই লস ) ৫। একটি বাচ্চা!! এক দম্পতি শুধুমাত্র মজা করার জন্য তাদের সন্তান কে Ebay তে রেখেছিল। বিক্রয়মূল্য চাওয়া হয়েছিল মাত্র ১ ইউরো!! আর কই যায় বাছাধন!! আইলো পুলিশ, করলো এরেস্ট, লইয়া গেল হাজতে!! কেইস পড়ল শিশু পাচারের! ৬। একটি ব্যাবহার হওয়া টিস্যু!! Scarlett Johansson এর celebrity value ডাবল হয়ে গিয়েছিল Samuel L. Jackson এর সাথে সম্পর্কে জড়ানোর পর।

তার ব্যাবহার করা একটি টিস্যু Ebay তে বিক্রি হয় ৫৩০০ ডলারে। তিনি অবশ্য পুরো টাকাটাই চ্যারিটি তে দিয়েছিলেন। ৭। বোতলের ভুত!! মানুষ ভুত নিয়াও ব্যাবসা করে!! পোঙটা আর কারে কয়! আর যে ব্যাক্তি নিলামে এটা কিনসিলো, সে আরও বড় পোঙটা ছিল...... ১০০ মিলিয়ন ডলারে কেনার পর টাকা না দিয়াই পলাইসে ! ৮। একটা পোড়া স্যান্ডউইচ! ২৮০০০ ডলারে জি হাঁ এই সেই স্যান্ডউইচ, এটাতে নাকি মাদার মেরীর ছবি ফুটে উঠেছিলো।

৯। একজনের সম্পূর্ণ জীবন!! আমি হাঁসতে হাঁসতে শ্যাস!! IAN USHER নামের এই ব্যাটা নিজের বাড়ি, গাড়ি, চাকরি সহ নিজেরে ৩০০০০০ (তিন লক্ষ) ডলারে বেইচা দিসে!!! ১০। Vampire Killing Kit!! ভ্যাম্পায়ার সত্যি সত্যি আছে কি না আমার জানা নেই, কিন্তু ভ্যাম্পায়ার মারার সরঞ্জাম কিন্তু সত্যিই আছে। এরকমই কিছু অত্যন্ত প্রয়োজনীয় (?) সরঞ্জাম ভর্তি ১ টা বাক্স EBAY তে ৪৫৫০ ডলারে বিক্রি হয়। যাই হোক, খুব আনন্দের সাথে পোস্ট টা তৈরি করলাম।

কথা হবে কমেন্টের ঘরে। Adios Amigos  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।