আমাদের কথা খুঁজে নিন

   

এক স্ট্যাটাসে সবাইরে বাঁশ

জাফর ইকবাল খুব ভাল লেখেন, আমি সম্মোহিত হয়ে পড়তাম (ছোটকালে)। ইন ফ্যাক্ট, উনার সম্মোহন বা ব্রেন ওয়াশ করার ক্ষমতা আছে। আজকের লেখাও বেশ ভাল হইছে। উনি একটা দল সাপোর্ট করেন, তার পক্ষে লেখেন, এইটা দোষের কিছু না। আবার অন্য পার্টিও কম যায় না, তারাও সুপার ভিলেন।

তাদের দলের সাথে ইসলামের নাম, ভাল কথা। আবার ইসলামের কিছু বেসিক জিনিষ যেটা ধার্মিক মুসলমান মাত্রই মানে, তা তারা কি ভেবে মাঝে মাঝেই মুছে মডারেট দল সাজে। এখনকার শিল্প মন্ত্রী সারাজীবন ফকিরের মত কম্যুনিস্ট পার্টি করলেও এখন মন্ত্রীত্বের কল্যাণে বিশাল সম্পদশালী (so much for a communist)। আর জামাতের ২ মন্ত্রী ক্ষমতায় থেকেও দুর্নীতি করলনা! ওরা ৭১ এ খারাপ কাজ করছিল। এখনতো আর তওবা কইরা ভাল হইছে, তাতো না।

তাহলে? ভবিষ্যতের কথা চিন্তা করে সুচিন্তিত ভাবে বিশাল পরিকল্পনার অংশ এটা, যার শেষ অধ্যায় হচ্ছে ক্ষমতায় আরোহণ (এজন্যেই হয়ত দুর্নীতি করে নাই, যেখানে বিএনপি দুর্নীতি করছিল)। এমনকি আমাদের অবাক করে দিয়ে তারা হরতাল পর্যন্ত ডেকে ফেলেছে! না জানি, এদের পরের চাল কি। রামছাগল জেনারেলটাকে গোনায় ধরি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।