আমাদের কথা খুঁজে নিন

   

হামিদের আসনে আ.লীগের পছন্দ ছেলে

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
৩ জুলাই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলার ইটনা উপজেলার ৯ ইউনিয়ন, মিঠামইন উপজেলার সাত ইউনিয়ন ও অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়ন নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৭১৯ জন।
এ আসন থেকে ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় আসনটি শূন্য হয়।
রাত ১০টায় সংসদীয় বোর্ডের সভা শেষে আশরাফ সাংবাদিকদের বলেন, “কিশোরগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে একজন প্রার্থীই ঠিক করে। শুধুমাত্র রেজওয়ান আহমেদ তৌফিকের জন্যই মনোয়নয়নপত্র কেনা হয়। এজন্য তাকেই দলের মনোনয়ন দেয়া হয়েছে। ”
সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও অধ্যাপক আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে ছিলেন ওবায়দুল কাদের ও সৈয়দ আশরাফুল ইসলাম।
গত ২২ মে কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। মনোনয়নপত্র বাছাই ৯ জুন এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।