আমাদের কথা খুঁজে নিন

   

শহর থেকে শহরে, প্রজন্ম থেকে প্রজন্ম...

চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। কুষ্টিয়া জেলার ছোট্ট একটা থানা ভেড়ামারা। আর এখান কিছু উদ্দোমী তরুনদের গড়া ফেসবুক কমিউনিটি গ্রুপ হচ্ছে ভেড়ামারা ফেসবুক, ভেড়ামারা গ্রুপ হচ্ছে এদের কাছে ফেসবুক পরিবার। এরা নিজ শহর কে নিয়ে স্বপ্ন দেখে যেটা কিনা রুপকথার শহরের মতই সুন্দর। এই রুপকথার শহরের নাম দিয়েছে স্বপ্নের ভেড়ামারা।

তাদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে নিলো একটা উদ্দোগ। তারা চাই ফটোশপে নয়, বাস্তবে চাই পরিচ্ছন্ন ভেড়ামারা। মাউচের বদলে ঝাঁটা, কীবোর্ডের বদলে ময়লার ঝুড়ি আর সদস্যরা হবে ফটোশপ টুলস্ ! এবার ইভেন্ট চালু হলো গ্রুপ থেকে, চললো ফলপ্রসু আলোচনা। গত ২৮.১০.২০১২ তারিখ ঈদুল আযাহার পরের দিন। নিজ শহর নিজ হাতে পরিস্কারের মাধ্যমে জনসচেতনতা গঠন করার উদ্দেশ্য রাস্তায় নেমে পড়লো, টিটকারী ঠাট্টা উপেক্ষা করতে পিঠে তুলে নিলো ময়লার বস্তা! সাথে এগিয়ে আসে এলাকার বয়জেষ্ঠ,শিক্ষক এবং বিশিষ্ট কিছু মানুষ!সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রাণের শহরের পরিচ্ছন্নতায় শামিল হলো।

প্রাণের শহরকে পরিস্কার করে কন্ঠ মেলালো 'আমরা করবো জয়!' বলা চলে ইভেন্টটাতে তারা অনেকাংশেই সফল। এরই প্রেক্ষিতে আগামী ১৬.১২.২০১২ তারিখ মহান বিজয় দিবসে দ্বিতীয় বারের মত আমার রাস্তায় নামবে তারা। তাদের সাথে যোগ দেবে স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী,স্কাউট সহ সর্বস্তরের মানুষ। গুরুত্বপূর্ন স্থান সমূহ পরিস্কার, বিভিন্ন স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন, ফুলের চারা রোপন সহ পূরনায় বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। যার মাধ্যমে একটা জোড়ালো গনসচেতনতার সৃষ্টি হয় এবং মানুষ যাতে নিজে পরিচ্ছন্ন রেখে অপরকেও থাকার পরামর্শ দেয়।

তাদের দাবী তারা প্রাণের শহরের প্রতি ভালোবাসার আগুনটা উশকে দিয়েছে, এই আগুন একদিন দাবানাল হবে... পৌঁছে যাবে শহর থেকে শহরে, প্রজন্ম থেকে প্রজন্ম.. বিস্তারিত দেখুন.... আমাদের ভেড়ামারা পরিবার : একটি স্বপ্ন পূরনের গল্প...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।