আমাদের কথা খুঁজে নিন

   

কেন অবুঝ হয়ে থাকো ?

জলের মেয়ে জলে থাকো, স্থলে আমার বাস । তোমায় ভুলে মন দিয়েছি, তাই ভুলের সাথে বাস । তোমার অল্প কটা মুহুর্তের জন্য, বসে থাকি সারাটা দিন । আর রাত !!! স্বপ্নের মাঝে দেখতে গিয়ে যদি, বাস্তবের তুমি চলে যাও ! সেই ভয়ে সারাটা রাত্রি, জেগে থাকি ডাহুকের মত । তবুও তোমার একটু সময় হয় না আমার জন্য । আমার এ চাওয়া, তোমাকে কখনো বোঝাতে পারি না আমি । তাই বলে কি বুঝতে পারো না প্রিয় ??? আসলেই কি বুঝতে পারো না তুমি ! নাকি বুঝতে পেরেও অবুঝ হয়ে থাকো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।