আমাদের কথা খুঁজে নিন

   

আমার আর সুবিধার কি দরকার?

''নিন্দুক আমার নাম, সকাল বিকাল নিন্দা করা আমার প্রধান কাম '' গত বছরের শেষের দিকে ফেইসবুকে এক বড় ভাইয়ের শেয়ার করা লিংক ধরে সামহোয়্যার ইন ব্লগের সাথে আমার প্রথম পরিচয় । সেই গত বছরের শেষ থেকে শুরু করে এই বছরের শেষ পর্যন্ত আমি দর্শক সাড়িতেই ছিলাম । কারন মাঠে নামতে হলেতো লিখতে হবে । সমস্যা তো এইখানেই । এই জিনিসটাই তো আমাকে দিয়ে হয় না মশাই ।

কত কিছু বলতে চাই, কত্ত কিছু মাথায় আসে কিন্তু যখনই সেগুলোকে মাথে থেকে ঝেড়ে খাতায় নামাব বলে প্রস্তুতি নিয়ে বসি তখনই গন্ডগোল পাকাইয়ে যায় । এত কথা এত চিন্তা মাথায় কিলবিল করে যে সবগুলো একসাথে বেড়িয়ে আসতে চায় । কোনটা আগে আর কোনটা কে যে পড়ে ডেলিভারি দিব?? সেই চিন্তা করতে করতে আমি হ্যাং হয়ে যাই আর সামনে এগুনো হয় না । আর জন্যই ব্লগে আইডি খুলতেও সহস হয় না । অবশেষে সেদিন ধুর যা হবার হবে ভেবে সাহস করে একটা আইডি খুলে ফেললাম ।

আমার প্রোফাইলের ব্লগ পাতার পাতার এক কোনায় দেখলাম - -আপনি নতুন ব্লগার সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। **আমি শপথ করিলাম যে, প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে আমি ভালো লেখা পোষ্ট করিব এবং ব্লগের নিয়ম মেনে চলিব। শপথ পাঠ শেষে মনে পড়ল, ব্লগের নিয়ম কানুন মেনে না হয় একান্ত বাধ্যগত ব্লগার হয়ে গেলাম লেখার ভালো মন্দের বিচারও পরে করা যাবে কিন্ত লেখা পাবো আমি কোথায়?? এখন আমার কি হবে?? ধুর রাখেন আপনের সুবিধা আপনের কাছে, লাগবেনা আমার প্রথম পাতায় লেখা পোষ্টের সুবিধা লেখাই যেখানে বের হয় না সেখানে সুবিধা দিয়ে কি আমি হজমি খাব?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।