আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ ও মৌদুধ

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... একজন ছাত্রের ইন্টারভিউ নিচ্ছে শিক্ষক: শিক্ষক: আচ্ছা এমন একজন রাজনীতিবিদের নাম বলো যার ভূমিকা রাজনীতিতে প্রবল। ছাত্র: মওদুদ। উনি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসেন। শিক্ষক: একজন আবাল রাজনীতিবিদের নাম বলো ছাত্র: মওদুদ। শিক্ষক: একজন ড্রান্ক রাজনীতিবিদের নাম বলো ছাত্র: মওদুদ।

শিক্ষক: কে ঘোলা পানিতে মাছ স্বিকার করে ছাত্র: মওদুদ শিক্ষক: কে ট্রোপের রাজনীতি করে ছাত্র: মওদুদ শিক্ষক: কে এরশাদকে ক্ষমতা ছাড়তে উৎসাহ দিয়েছিল ছাত্র: মওদুদ শিক্ষক: কে জ্বালানী উপদেষ্টার ভায়রা ভাই ছাত্র: মওদুদ শিক্ষক: কে নেত্রীকে সবসময় উস্কানিমুলক বক্তব্য দিতে প্ররোচিত করে ছাত্র: মওদুদ শিক্ষক: বাংলাদেশের সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলার কথা কে বলেছেন ছাত্র: মওদুদ শিক্ষক: এটা তোমার শেষ প্রশ্ন? ভবিষতে তুমি কি হতে চাওনা ছাত্র: মওদুদ শিক্ষক: দেশ ও জাতির জন্য তোমার কোন উপদেশ বা অনুরোধ আছে ছাত্র: স্যার দয়া করে মওদুদ থেকে সাবধান থাইকেন। এটাই আমার অনুরোধ আর বিশেষকিছু বলার নাই। ................................................... এরকম হাজারো প্রশ্নের উত্তর যদি আপনি “মওদুদ” বলে চালিয়ে দেন তাতে আপনি ১০০ তে ১০০ পাবেন। । ..............................................! তাই মওদুদ টাইপের লোক থেকে সাবধান।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।