আমাদের কথা খুঁজে নিন

   

জনাব দুদক চেয়ারম্যান: আপনি এইবার নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করুন।

সমস্যা হলো, আমাদের রাজনীতিবিদদের নিয়ে। তারা মনে করেন, বাংলাদেশের মানুষ সব আবাল, বিটিভিতে যা দেখানো হয়, সবই বাংলাদেশীরা বিশ্বাস করে। ভাঙ্গা রেকর্ড বাজিয়ে গলাবাজী করে টিকে থাকতে চায়। জনাব গোলাম রহমান, আপনি একটা স্বায়িত্বশাসিত (স্বাধীন নয়) প্রতিষ্ঠানের প্রধান। আপনি যখন কোনো মতামত দিবেন, ভালোভাবে ভেবে চিন্তে কথা বলবেন।

আপনারা যখন যা ইচ্ছে বলবেন, আর আমরা সরল মনে সেইসব বিশ্বাস করবো, এমনটা ভাবা আপনাদের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। বিশ্বব্যাংক যখনই বলেছিলো, পদ্মাসেতু নিয়ে দুর্নীতি হয়েছে, তখন এই দেশের ৯০% মানুষই বুঝে গেছে ব্যাপারটা কি? (বাকী ১০% অন্ধ আওয়ামীলীগার, তারা বুঝবে না কখনো)। বিশ্বব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান কখনো শুধু সন্দেহের বশবর্তী হয়ে এমন একটা অভিযোগ করবে না। কিন্তু আপনারা (দুদক এবং সরকার) সেই দুর্নীতির অভিযোগ হাওয়ায় উড়িয়ে দিলেন। এখন সেই দিন আর নাই।

মাত্র কিছুদিন আগেই আপনি বলেছিলেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয় নাই, আবুল হোসেন কে ক্লীন সার্টিফিকেট দিয়েছেন আপনি। সেই আপনি কিংবা আপনার অধীনস্হ দুদক আজকে একটু আগে আবুল হোসেন সহ আরো ৮জনকে পদ্মা সেতুর ব্যাপারে অভিযুক্ত করে মামলা দায়ের করার সুপারিশ করেছেন। এবং এই মামলা করার কোনো আগ্রহ আপনাদের ছিলো না, গতকাল পত্রিকায় দেখলাম, বিশ্বব্যাংক নাখোশ। আসল ব্যাপারটা কি জানেন? আগে মনে করতেন, আপনারাই সুপ্রীম অথরিটি। আপনি যদি কাউকে ক্লীন সার্টিফিকেট দেন, তাহলে কেউ আর ঝামেলা করবে না।

কিন্তু যখন দেখলেন, আপনার/আপনাদের চালচরিত্র দেখভাল করার জন্য বিদেশ থেকে বিশ্বব্যাংকের আইনজীবি আসলো, তখন আপনার মুখ দিয়ে বের হলো ''ডাল ম্যা কুচ কালা হ্যায়'' লজ্জ্বা করলো না এমন কথা বলতে? বিশ্বব্যাংকের আইনজীবিদের ঠেলায় পড়ে আজকে ডাল কালো দেখছেন। যখন দেখলেন, আপনার নিজের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন আপনি আবুল হোসেনকে ফাঁসিয়ে দিলেন। এর আগে পদ্মা সেতু নিয়ে সমগ্র দেশের পিঠ যখন দেওয়ালে ঠেকেছিলো, তখন আপনার বিবেক কই ছিলো? আমরা এখন কি মনে করবো? ডাল কালা ছিলো, সেটা আপনি/আপনারা জানতেন, কিন্তু চেপে গেলেন। সমগ্র জাতির সাথে এমন বেঈমানী করতে আপনার বুক কাপলো না? ছিঃ দুদক চেয়ারম্যান। ছিঃ ছিঃ আগে বলেছিলেন, কোনো দূর্নীতি হয় নাই, আর এখন বলছেন ৮জনের নামে মামলা করার জন্য।

তাহলে আগে মিথ্যা বলেছিলেন? আপনার উচিত পদত্যাগ করা, বিশ্বব্যাংকের অনুদান নিয়ে জলঘোলা করার জন্য আপনিও কম দায়ী নন। নিজের মেরুদন্ড সোজা রাখতে না পারলে চেয়ার আকড়ে ধরে লাভ কি?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।