আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত কবিতা

১৭'র শেষে লিখেছি কবিতা হয়নি প্রকাশ, হয়নি সমাদৃত তারা ভরা রাতে লিখেছি, কালটা ছিল হেমন্ত। "নিশীথের অন্ধকারে শিশির জলে ভেসে যায় ঘাস" শেষ পঙ্কিটি এখনও অসমাপ্ত। মনে পড়ে কবিতার শেশাংশ হেমন্তের শেষ রাতে-- চারদিকে পাকা ধানের গন্ধ, নবান্ন উৎসবে--সুবাসিত সমীরন, তেলে পিঠা আর হাস্নাহেনায় মিশ্রিত। রাত জেগে কীযে আনন্দে লিখেছি, বলতে গেলে হই শিহরিত কবি কিংবা লেখক হতে চাইনি কবিতায় কারও জয়গান গাইনি ইতিহাস করিনি রচনা তবে কেন আমি পরাস্থ ? কাজি নজরুল সম হতে চাইনি বিদ্রহি পদতলে ঠাই চেয়েছি কেবল তবুও কেন কৃপাশীল হয়নি জগৎপতি? তবে কি পাড়া গায়ের ছেলে বলে, হয়নি ছাপা মোর কবিতা লেখায় ছিল না বলে যশ , নাকি হয়নি বলে প্রানবন্ত? আজ জীবনের শেষ সীমান্তে এ দার বন্ধ করে আর এক দার খুলব এ পাড় থেকে পাড়ি দেব ওপাড়ে তিরিশটি বছর শেষে এসেছে আর এক হেমন্ত আমার কবিতাটি আজও অসমাপ্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।