আমাদের কথা খুঁজে নিন

   

হে মূর্খ সন্তানেরা আমাদের একটু ক্ষমা ভিক্ষা দাও....

মার্কিন সেনাবাহিনীর সকল অভিজাত কমান্ডো বাহিনী যেমনঃ নেভি সীল,স্পেশাল ফোর্স কিংবা ডেল্টা কমান্ডোদের বিশেষ ধরণের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা যেকোন প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে টিকে থাকতে পারে। শারীরিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে এরা মাইনাস ২০ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রাতেও কয়েক ঘণ্টা টিকে থাকার পরও যুদ্ধ করতে পারে। ১৯৭১সালের শীতকাল। সমগ্র বাংলাদেশের কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে না। কিন্তু নদী নালা ও খালবিলের পানি কী পরিমাণ ঠাণ্ডা থাকে তা একটু আন্দাজ করতে পারি! ঘন কুয়াশার স্তর আর ঠাণ্ডা পানির মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসে ছিলো এ মাটির মূর্খ সন্তানেরা। ছিল না তাদের কোন কমান্ডো ট্রেইনিং কিংবা কোন কমান্ডো এসাল্টিং ওয়েপন। ঠাণ্ডা পানিতে ঘণ্টার পর ঘণ্টা বসে বসে রচনা করেছিল দখলদার বাহিনীর মৃত্যুকূপ। কতটা মনের জোড় থাকলে এইরকম ঠাণ্ডা পানিতে থাকা যায়,কোন রকমের শারীরিক সক্ষমতার পরীক্ষা না দিয়েই, সেটা তো আমাদের মুক্তিযোদ্ধাদের দেখলেই বুঝা যায়। এর মূল্য কি আমরা কোনদিন, কোনভাবে পরিশোধ করতে পারবো? অথবা তাদের প্রাপ্য সম্মানটুকু কি আজও আমরা দিতে পেরেছি? হে মূর্খ সন্তানেরা তোমরা আমাদের অনেক কিছু দিয়েছো। এবার একটু ক্ষমা ভিক্ষা দাও তোমাদের কিছুই দিতে পারিনি বলে............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।