আমাদের কথা খুঁজে নিন

   

এপ্রিল'৭১

উড়ছে প্লেন ফেলছে বোমা মরছে মানুষজন কে কোথায় আছিসরে তোরা আগলে রাখ স্বজন। উড়ছে প্লেন ফেলছে বোমা অসহায় বাংলা নরপশুরা আসছে দেখো মানুষ নয় জংলা। উড়ছে প্লেন ফেলছে বোমা লাগছে আগুন ঐ নারী-পূরুষ ছুটাছুটি সবাই সবার সই। উড়ছে প্লেন ফেলছে বোমা পুড়ছে বাড়ীঘর পাঞ্জাবীদের দালালীতে আপন হইল পর। উড়ছে প্লেন ফেলছে বোমা মানুষ যে পলায় মুক্তিবাহিনী নামেতে অনেক প্রাণ হারায়। উড়ছে প্লেন ফেলছে বোমা মনে আসে ডর রাজাকার বাহিনী গড়ে করে নিলো ভর। উড়ছে প্লেন ফেলছে বোমা বাঁচার উপায় নাই মা-বোনেরা চল সকলে ভারতে পলাই। উড়ছে প্লেন ফেলছে বোমা তাড়াতাড়ি কর বাঁচবো মোরা লড়বো মোরা অস্ত্র হাতে ধর। উড়ছে প্লেন ফেলছে বোমা চলরে সব নবীন মোদের রক্ত ঢেলে দিয়ে দেশ করবো স্বাধীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।