আমাদের কথা খুঁজে নিন

   

'আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে, তোমার সেথায় চরণ পড়ে'

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে, তোমার সেথায় চরণ পড়ে। তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরোথরে॥ ব্যথাপথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি– কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো চিরজীবন ধ’রে॥ নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর, আমি ভয় করি নে আর। মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তরব পারাবার। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে– ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-’পরে, আমি বাঁচব চরণ ধরে॥ ঘরে বসে রেকর্ড করা Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।