আমাদের কথা খুঁজে নিন

   

~~~~ অভিশাপ (২) ~~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) গত বিকেলে বিকেল বলেছিলো - ...... আসবে আবার কাল ! এসেছিলো বটে সে , ..... তবে তার মাঝে পাইনি আমি ..... আমার অতীত হওয়া বিকাল । ওয়াদাভঙ্গ করলে তুমি ......... আমার অভিশাপ ভবিষ্যতে .... হয়ে দাড়াবে তোমার মরণকাল । মাঝি বলেছিল - .................... ভাঁটা যত হোক ফিরব এপাড়ে - খাটিয়ে হলেও ..................... সাতপুরুষের পাল । ফেরোনি মাঝি - শুনে রাখো আজি , আমার লানতে পুড়বে তোমার কপাল । ................................. বাজি ! ' হোক না আঁধার , ........................ আমি তো আছি - ' বলে গিয়েছিলো প্রাচীন দিশারী ।

হে মত্ত বাতাস , আমার শাপ - পৌঁছে তাকে করো হুঁশিয়ারি । বিশাল হৃদয়ের অশ্বথ আশ্বস্ত করেছিলো 'ঝড় এলে আগে তোমাকে আগলাবো ' ঝড়ের শুরুতেই সে হেরে বসে আছে , আর আমি উড়ে গেছি বহুদূর । আজ আমি তাই , আসমান উদরে ....... খড় তাপে পোড়া চিল , আমার অভিশাপ বৃক্ষ তোকে ............ করবে মরণশীল । নখর ও দন্ত সমৃদ্ধ বেড়ালীর মত সখী তুই কতো অনুনয় করে .................... বল্‌তি সারাক্ষণ 'তুই হীনা এ জীবন অর্থহীন । ' আজ তুই নিজেই ......... সস্তা সুখে হয়েছিস বিলীন ।

বজ্রের মত অভিশাপ দিলাম বিধাতা তোকে অমর করবে মানুষের মনে জিইয়ে রেখে .............. শোধ করতে ঋণ । । ( ২৯/১০/২০০৫ - ঢাকা , ম্যাট্রিকের পরে পরেই লেখা একখান হাবিজাবি কোবতে ) অটঃ একটা ধাঁধাঁ । নিচের ছবিটি দেখুন । বলতে হবে , এই ছবিটি কেন দেওয়া হয়েছে ।

বলতে পারলে খাবেন , না বলতে পারলেও খাবেন (ছবিঃ ইন্টারনেট ) সাম্প্রতিক সময়ে করা আমার আরও কিছু পোস্টঃ ~~~বাংলা ব্লগ দিবস ২০১২, লন্ডন যুক্তরাজ্য প্রবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি ~~~ ~~~ জেনে নিন দশটি মারাত্মক ব্লগীয় রোগের নাম ও বর্ণনা ~~~  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।