আমাদের কথা খুঁজে নিন

   

সাগর-রুনি হত্যার ৪৪৪ তম দিন, সামহোয়্যারইন ব্লগের প্রতি পৃষ্ঠায় আগলে রেখেছি বিচারের দাবী

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী সাভার বিপর্যয়ে আমারা শোকার্ত, শোক যেন আমাদের পিছু ছাড়ছেই না। একেরপর এক বিপর্যয় পোহাচ্ছি আমারা। অপরাধীরা থাকছে ধরা ছোয়ার বাইরে।

২৯ এপ্রিল ২০১৩ সাগর-রুনি হত্যার ৪৪৪ তম দিন, কিংবা ১০৬৫৬ ঘণ্টা। আমারা আজো ডুবে আছি অন্ধকারে, আঁধারের ঘূর্ণিতে ঘুরে ঘুরে সাগর -রুনির হত্যাকাণ্ড তলিয়ে যাচ্ছে মহাকালের অতল গহ্বরে, হারিয়ে যাচ্ছে আমাদের সৎ বিবেক। আমরা কিছুই করতে পারছিনা। যেন ধরেই নিয়েছি সময়ের চিকিৎসায় সব ঠিক হয়ে যাবে। মেঘ ভুলে যাবে বাবা মা হারানোর যন্ত্রণা।

আমারা সবাই ভুলে যাব এই হত্যাক্যান্ডের কথা, ঠিক যেভাবে ভুলে আছি মুক্তিযোদ্ধাদের কথা আজ ৪২ বছর যাবত। আমারা সকলেই স্বাধীন দেশের নাগরিক, রক্তই যদি স্বাধীনতার বিনিময় হয়, তবে আমারাই অনেক চরা মূল্য ক্রয় করেছি স্বাধীনতা। স্বাধীনতা অর্জন করেছিলাম মৌলিক অধিকারের নিশ্চয়তার জন্য, স্বাধীনতা অর্জন করেছিলাম নিরাপদ জীবন যাপনের জন্য। কিন্তু আজ যখন দেখি বেড রুমে ঢুকে নির্মম ভাবে হত্যা করা হয় সাগর রুনিকে, তখন ভীত হয়ে যাই। ভীত হয়ে যাই ১৯৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের ভয়ে, না জানি কবে তারা আমাদের ওপর অভিসম্পাত করে বসেন।

আমারা সীমা অতিক্রম করেছি সুস্পষ্টভাবেই। কষ্ট লাগে যখন দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর ২৪ ঘণ্টা শেষ হয়ে যাইনি ১০৬৫৬ ঘণ্টাতেও। কষ্ট লাগে যখন দেখি সরকারের উচ্চপর্যায় থেকেও লাগামহীন বক্তব্য আসে। আবারো কষ্ট পাই যখন বিরোধীদলগুলো এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে। গুটিকয়েক মানুষ বাদে সাগর- রুনিকে ভুলে গিয়েছে সবাই, কিন্তু আমারা ব্লগারেরা ভুলতে পারিনি, তাইতো সামহোয়্যারইন ব্লগের প্রতি পৃষ্ঠায় আগলে রেখেছি বিচারের দাবী।

দাবী আদায় না হওয়া পর্যন্ত আমারা পিছু হাঁটবো না। সামহোয়্যারইন ব্লগের এই আন্দোলন শুধু একযুগল সাংবাদিক দম্পতির জন্য নয়, এই আন্দোলন একযুগল বাঙ্গালীর জন্য, সর্বোপরি এই আন্দোলন একযুগল ভালো মানুষের জন্য। সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে আরো অনেক কিছুই লেখা যায়, কিন্তু আর লিখতে ইচ্ছে করছে না। শত শত লাশ কাধে নিয়ে আর লিখতে পারলাম না, আমাদের একটি দিকে ঘেয়াল রাখতে হবে সাগর রুনি শুধুই দুটি লাশ নয়, তারা নির্মম ভাবে হত্যার শিকার শত শত বাঙ্গালী লাশের প্রতিনিধি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।