আমাদের কথা খুঁজে নিন

   

কি আজব ! কি অপরুপ ! ব্যতিক্রম সুন্দর .....প্রকৃতি !

পৃথিবীতে এমন কিছু আজব জায়গা রয়েছে যেখানে গেলে বিশ্বাস করা কঠিন আপনি পৃথিবীতে আছেন। হয়তো মনে হতে পারে আপনি অন্য গ্রহে অবস্থান করছেন। এখানকার গাছপালা, পশুপাখি থেকে শুরু করে সবকিছুই অদ্ভুত। উদ্ভিদ-প্রাণী, কোনো কিছুর সঙ্গেই বাইরের পৃথিবীর কোনো মিল নেই। যেমন অদ্ভুত এর গাছগুলো, তেমন অদ্ভুত এর পাখিগুলোও।

গাছগুলো শুধু অদ্ভুতই নয়, গাছগুলোর কাঠামোও খুবই ভিন্ন ধরনের। এমনকি ভূ-প্রকৃতিও আমাদের পরিচিত বিশ্বের মত না। এমন একটি আজব জায়গার নাম ‌’সুকাত্রা দ্বীপ’। না, এদ্বীপে আজব কোনো ঘটনা ঘটে না। অদ্ভুত ধরনের জীবজগতের কারনে এ দ্বীপটি বিখ্যাত।

এই আজব দ্বীপটি মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের সমুদ্র উপকূলে অবস্থিত। এটার অবস্থান মোটামুটি আফ্রিকা আর আরবের মাঝামাঝি। সোমালিয়া থেকে ২৫০কিলোমিটার আর ইয়েমেন থেকে ৩৪০ কিলোমিটার দূরে এ দ্বীপটি অবস্থিত। বলা হয় এই দ্বীপটি ৬-৭ মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে আলাদা হয়ে গেছে। বর্তমানে এ দ্বীপটি ইয়েমেনের অধীনে।

দ্বীপটি আবহাওয়াগতভাবে শুষ্ক। এখানে রয়েছে মরুভুমি অঞ্চল যেখানে বার্ষিক তাপমাত্রা ১৮°সেলসিয়াসের একটু বেশী। বাৎসরিক বৃষ্টিপাত খুবই কম। এই অঞ্চলে প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদরাজি রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। আজব এ দ্বীপটিতে একটি গাছের নাম ড্রাগনের রক্ত।

এই গাছ দিয়ে আবার ক্রিস্টাল বানানো হয়। আরেকটা গাছের নাম মরুভূমির গোলাপ। এই গাছটাকেই আবার অনেকে বলে হস্তীপদ গাছ। এ ছাড়া এই দ্বীপে আছে এক ধরনের অদ্ভুতুড়ে শসা গাছ আর সকোট্রোন ফিগ গাছ। এ দ্বীপটিতে রয়েছে বেশ কয়েক প্রজাতির পাখি যা আর কোন জায়গায় পাওয়া যায়না।

এ দ্বীপে ব্যাতিক্রমধর্মী একধরনের নীল স্টারফীস পাওয়া যায়(Blue Linckia Starfish)। স্তন্যপায়ীদের মধ্যে এখানে বাদুরও দেখা যায়। দ্বীপটি এত দিন মানুষের কাছে অচেনা থাকলেও দিন দিন দ্বীপটি জনপ্রিয় হয়ে উঠছে। এ দ্বীপে পর্যটকের সংখ্যাও বাড়ছে। পর্যটকদের কারণে দ্বীপটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

একারণে ইতিমধ্যেই দ্বীপটিকে আন্তর্জাতিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র ও সংগৃহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।