আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ডাক দিলে

আমি এক ডানা মেলে উড়ে বেড়ানো পাখি বন্ধু একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙ্গাল, কতো হুলস্থুল অনটন আজন্ম ভিতরে আমার। তুমি ডাক দিলে সব কষ্ট নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছাবো পরিনত প্রনয়ের উৎস্যমূল ছোঁব পথে এতটুকুও দেরি করবো না । তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ মরুভূমি নিয়ে মরুদ্যান হবো যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রন পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উড়াল পাড়ি অভ্যারণ্য হবে কথা দিলে লোকালয়ে আর থাকবো না আমরণ নিলীমা হব,-থাকবো তোমার মৌনতায়ব্যর্থ হয় যদি প্রনয়ের এতো আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন......।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।