আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনে কবি আব্দুল হাই আমিনের বাংলা ও ইংরেজীতে দুটি বই প্রকাশ”

“ব্রিটেনে কবি আব্দুল হাই আমিনের বাংলা ও ইংরেজীতে দুটি বই প্রকাশ” আব্দুল হাই: ছেলেবেলা থেকে ব্রিটেনে বেড়ে ওটা প্রচার বিমুখ কবি আব্দুল হাই আমিনের বাংলা ও ইংজেী ভাষায় সম্প্রতি দুটি কাব্য গ্রন্থ বেরিয়েছে। বাংলায় লেখা কাব্যগ্রন্থের নাম ‘নীল দরিয়ার প্রেম’ এবং ইংরেজীতে লেখা কাব্যগ্রন্থের নাম হচ্চেছ ‘The Islands Historia De Amor’ বাংলা গ্রন্থটি বের হয়েছে ফাষ্ট এইড প্রকাশনী জিন্দাবাজার সিলেট থেকে এবং ইংরেজী গ্রন্থটি বের হয়েছে ব্রিটেনে Xlibris থেকে। [View this link] স্বভাব কবি আব্দুল হাই আমিন কবিতার পাশাপাশি গাণও রচনা করেছেন। ইতোমধ্যে ‘নিষ্ঠুর বন্ধু’ নামে একটি বাংলা অডিও এ্যালবামও বের হয়েছে। এই এ্যলবামের সবকটি গানের গীতিকার তিনি।

কবি আব্দুল হাই আমিন ১৯৭০ সালে সিলেট জেলার বিশ্বনাথ থানায় জন্ম গ্রহণ করেন। মাত্র ১০বছর বয়সে ব্রিটেনে আসেন এবং এখানে স্কুল লেবেল পর্যন্ত লেখাপড়া করেন, কিন্তু কোন ডিগ্রি আর্জন করতে পারেননি। জীবন ও জীবিকার তাগিদে তাকে জীবন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হয়। পরিবারের দেখাশোনা করতে গিয়ে বছর চল্লিশের! ব্রিটেনে এই বিদ্রোহী বিমুখ প্রেমিক কবি আব্দুল হাই আমিনের এই কাব্যের প্রতিটি কবিতায় কবির প্রেমিক হৃদয়ের গভীর ”ভালবাসা” হৃদয়ে বেদনা অনুভুতির সার্থক প্রকাশ ঘটেছে। কবিতাগুলোর মধ্যে হৃদয়ের হাহাকার স্পষ্টই প্রতীয়মান হয়।

এই বিদ্রোহী প্রেমিক কবি আব্দুল হাই আমিনের বইগুলো একটি উন্নতমানের ইতিহাস বিশ্ব জনপ্রিয় বাংলা ও ইংজেী ভাষায় প্রকাশ সাহিত্য কাব্য। 'Bis-Mil-La-Hir-Rak-Ma-Nir-Ra-Him'--786. এই কাব্যের প্রতিটি কবিতায় বিদ্রোহী কবি- গভীর ‘আল্লাহ’ ভালবাসার হৃদয়ে বেদনা। কবির এই বইগুলো পড়লে যে কোন পাঠকের কাছেই মনে হবে কাব্যটি একটি পৃথিবীর ইতিহাস জনপ্রিয় বিশ্ব বাংলা ও ইংজেী ভাষায় ভবিষ্যত জীবনেও নিজেকে সঠিক ‘আল্লাহ’ শপথ ভালবাসার বেদনা-ভরা প্রেমের ”ভালবাসা” কাব্য। তাই তিনি আশা ভক্ত পাঠকদের মন জয় করবে ‘আল্লাহ’ শপথ একান্তভাবে কামনা করেছেন। ব্রিটেনে এই বিদ্রোহী ব্রিটিশ বাঙ্গালী প্রেমিক কবির এখনো সংসার বাধা হয়নি।

তিনি তার কাব্যলক্ষীকে খুজে ফিরছেন। বইগুলো ভিজিট করুনঃ-- About the Book | The Islands Historia De Amor http://www.gronthamela.com http://abdulhaye300503.wordpress.com/about/ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.