আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে বিবিসির সংলাপ: দর্শকের প্রশ্নে কামরান নাকাল

সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ‘বিবিসি বাংলা নির্বাচনী সংলাপের’ প্রথম পর্বে গতকাল সিলেটের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান প্রশ্নকারী দর্শকদের কাছে প্রায় নাজেহাল হয়েছেন। বিগত দীর্ঘ ১৫ বছরে তিন বার মেয়র ও পৌর চেয়ারম্যান থাকা অবস্থায় তার ব্যর্থতা তুলে ধরে দর্শকরা তাকে নানা প্রশ্ন করেন। দর্শকদের পক্ষ থেকে বারবার তাকে বিব্রতকর প্রশ্ন এবং তার পাশেই বসা প্রতিদ্বন্দ্বী আরেক মেয়র প্রার্থীর (যিনি সাবেক কাউন্সিলর ছিলেন) প্রশংসা শুনতে শুনতে একপর্যায়ে কামরান বেশ উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তিনি বলেন, ‘১৮নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আরিফুল হক চৌধুরী (বর্তমান নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী) সফল হলে আমিও সফল মেয়র ছিলাম। কারণ তিনি আমার সহায়তা ছাড়া উন্নয়ন করতে পারতেন না।

’ সংলাপ অনুষ্ঠানটি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি প্রচার করে। ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিন মেয়র প্রার্থী আওয়ামী লীগ ও ১৪ দল সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান, বিএনপি ও ১৮ দল সমর্থিত আরিফুল হক চৌধুরী, এবং স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিমন। পুরো অনুষ্ঠানে মৌলিক ছয়টি প্রশ্নের পাশাপাশি মেয়র প্রার্থীরা আরও কিছু সম্পূরক প্রশ্নের মুখোমুখি হন। মৌলিক প্রশ্নের বিষয়গুলো ছিল—শহরের যানজট, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও হকার ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, পানি সমস্যার সমাধান, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রার্থীরা কেন তাদের যোগ্য মনে করছেন।

উল্লিখিত পাঁচটি সমস্যায় দীর্ঘদিন ধরে নগরবাসী ভুগলেও তার সমাধানে সিটি করপোরেশনের তেমন উদ্যোগ ছিল না বলে অনুষ্ঠানে বেশ কয়েকজন দর্শক ক্ষোভ প্রকাশ করেন। এসব ক্ষেত্রে কামরান ‘আগামীতে আর এমন থাকবে না’, ‘সব সমস্যা সমাধানে মাস্টারপ্ল্যান করা হয়েছে’ ইত্যাদি জবাব দেন। এর উত্তরে সম্পূরক প্রশ্নে এক দর্শক তাকে প্রশ্ন করে বসেন, ‘আপনি এখন ওয়াদা দিচ্ছেন, আগামীতে সমাধান হয়ে যাবে। কিন্তু গত ১৫ বছর তো আপনিই মেয়র ছিলেন, সে সময় সমাধান হলো না কেন?’ বাকি মেয়র প্রার্থীরা নির্বাচিত হওয়ার পরের করণীয় নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্সিলর থাকা অবস্থায় আরিফুল হকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বক্তব্য দেন।

এ সময় একজন পুরুষ দর্শক প্রশ্ন করেন, ‘সিটি করপোরেশন উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার অনেক সাফল্যের পাশাপাশি বেশকিছু ব্যর্থতাও ছিল। আমি সেগুলো নির্দিষ্ট করে বলছি না। আমার প্রশ্ন হলো, গতবার তিনি যেভাবে তার ১৮নং ওয়ার্ডকে উন্নয়নমূলক কাজ করে সাজিয়েছেন, আগামীতে মেয়র নির্বাচিত হলে কি তা পুরো নগরবাসীর জন্য করবেন?’ এর ঠিক পরেই আরেকজন পুরুষ আরিফকে লক্ষ করে বলেন, ‘নগর উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা আপনার উন্নয়ন কর্মকাণ্ড দেখেছি। এখন প্রশ্ন হলো, মেয়র নির্বাচিত হলে তার ধারাবাহিকতা বজায় থাকবে কিনা?’ এর পরেই কামরান তার বক্তব্য উপস্থাপনের সুযোগ পেলে দর্শকদের পক্ষ থেকে আরিফের প্রশংসার প্রতিবাদ করে বলেন, ‘১৮নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আরিফুল হক চৌধুরী সফল হলে আমি বদরউদ্দিন কামরানও একজন সফল মেয়র ছিলাম। কারণ আমি একজন সফল মেয়র ছিলাম বলেই তিনি সফল কাউন্সিলর হতে পেরেছেন।

’ কামরানের এই বক্তব্যের পর তাকে প্রশ্ন করার সুযোগ দেয়া হয় একজন মহিলা দর্শককে। ওই মহিলা তখন কামরানকে লক্ষ করে বলতে থাকেন, ‘আপনি গতবারের আগের বার মেয়র নির্বাচিত হয়েছিলেন আজকের আলোচ্য সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে। এরপর মেয়াদ শেষ হলে বলেছিলেন, তখন "বিএনপি ক্ষমতায় থাকার কারণে কোনো উন্নয়ন করতে পারিনি। সব কাজ আরিফুল হক চৌধুরী করে ফেলছে। " কিন্তু গতবার নির্বাচিত হওয়ার পর তো আপনার ডিজিটাল সরকার এখনও ক্ষমতায় আছে।

এবারও তো কোনো সমস্যার সমাধান হলো না!’ এসময় বদর উদ্দিন কামরানকে বেশ বিব্রত দেখাচ্ছিলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।