আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ কে ভালো রাখার কিছু টিপস

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ আসসালামু আলাইকুম! বন্ধুরা আপনারা সবাই কেমন আসেন!? আজকে আমি আপনাদের কে ল্যাপটপ এর লাইফ বাড়াতে কিছু ইম্পট্যান্ট টিপস দিব। । কথা না বাড়িয়ে শুরু করা যাক ল্যাপটপের জন্য কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স ভালো হয়। > ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন। > দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।

> মাঝেমধ্যে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন। > হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়। > এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। > শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন। > ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।

> ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। > হার্ডডিস্ক ও সিপিইউ’র মেইনটেন্যান্স কোনো কাজ করবেন না। > ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহ পর মাঝেমধ্যে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারির আয়ু কমে যাবে। > অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।

ল্যাপটপের জন্য কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স ভালো হয়। > ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন। > দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন। > মাঝেমধ্যে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন। > হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়।

> এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। > শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন। > ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন। > ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। > হার্ডডিস্ক ও সিপিইউ’র মেইনটেন্যান্স কোনো কাজ করবেন না।

> ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহ পর মাঝেমধ্যে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারির আয়ু কমে যাবে। > অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.