আমাদের কথা খুঁজে নিন

   

আমিরের অনুরোধ প্রত্যাখ্যান করল গুগল

আমার কথা............ ছবির প্রচারণায় নিত্য-নতুন সব কৌশল উদ্ভাবনের জন্য সুপরিচিত ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত বলিউডের অভিনেতা আমির খান। ৩০ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘তালাশ’ ছবির জন্যও নতুন একটি প্রচারণা-কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন আমির। এজন্য গুগলের সহায়তা চেয়েছিলেন তিনি। কিন্তু ‘তালাশ’ ছবির প্রচারণার জন্য আমিরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে গুগল। সম্প্রতি ‘তালাশ’ ছবির দলের সদস্যদের সঙ্গে নিয়ে গুগলের কার্যালয়ে হাজির হয়েছিলেন আমির।

তিনি গুগল হোমপেজে সামান্য পরিবর্তন আনার অনুরোধ করেন। ইংরেজি ‘সার্চ’ শব্দের জায়গায় হিন্দি ‘তালাশ’ শব্দটি লিখতে বলেন। কারণ ‘সার্চ’ এবং ‘তালাশ’ শব্দের অর্থ একই। কিন্তু আমিরের এ অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি গুগল। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

৩০ নভেম্বর শুক্রবার ভারতের দুই হাজার চারশো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তালাশ’ ছবিটি। রীমা কাগতি পরিচালিত ছবিটিতে আমিরের সঙ্গে আরও অভিনয় করেছেন রানী মুখার্জি, কারিনা কাপুর প্রমুখ। লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.