আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ ও ব্রোকেন বিবৃতি

ব্রেকিং নিউজ : নগরীর একই স্থানে ৭ জন ডায়েরিয়া আক্রান্ত ---------------------------------------------------------------- ব্রোকেন বিবৃতি : A দল : ৭ জন কেন, ৭০০ জনের ডায়েরিয়া হলেও যুদ্ধপরাধীর বিচার বাধাগ্রস্থ করা যাবে না । B দল: ডায়েরিয়ায় ডায়েরিয়ায় দেশ আজ অস্থির, এ-তো জনতার ডায়েরিয়া না, এ হচ্ছে দেশের ডায়েরিয়া । J দল: ডায়েরিয়া আক্রান্তদের বাড়ি-ঘড় পরিচ্ছন্ন করার জন্য মানুষ এবার আমাদের বেছে নেবে । I দল : ডায়েরিয়া আক্রান্ত-রা আজ ওজু করার সুযোগ পাচ্ছে না । দুধক-লা সংস্থা : আমরা দেখছি, খাবার সরবরাহে দুর্নীতি হলে, কেউ রেহা্ই পাবে না, ডায়েরিয়া কমলেই তলব করা হবে।

মানব-ধিক্কার সংস্থা প্রধান : রাষ্ট্র আজ ডায়েরিয়া আক্রান্তদেরদের কাছ থেকে অন্যদের দুরে সরানোর চেষ্টা করছে, এটা সুস্পষ্ট মানব-ধিক্কার লঙ্ঘন। প্রধান অর্বাচীন কমিশনার : ডায়েরিয়া নিয়ন্ত্রনে সোনা-বাহীনি তলব করার প্রয়োজন নেই । আপদ-ষ্টা : কু্ইক রেন্টাল পদ্ধতিতে পানি সরবরাহ নিশ্চিত করা হবে, ডায়েরিয়া যত জনের বাড়বে পানি সরবরাহ ততো বাড়ানো হবে । পুলিঙ্গ অপশাসন : আমরা কঠোর হস্তে ডায়েরিয়া দমনে বদ্ধপরিকর । বাবু শূর-উজ্ঞিত : ওইটি আসলে ডায়েরিয়া-ই না, ওইটি হইলো পাতলা পায়খানা।

শীল-সমাজ : পাতলা হইলেও এখন কিছু বাইর হয়, এইভাবে চললে এরপর বাতাশ-ও বাইরাবে না... জনৈক ডায়েরিয়া আক্রান্ত-র সাক্ষাৎকার : কবে ভালা হই গেছে, কোন টাকা-পয়শা খরচা লাগে নাই... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.