আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক অসংগতি

সুখ নাইরে পাগল . . . অলৌকিক অসংগতির দাবি সাঈদীর আইনজীবীর বুধবার, ২৮ নভেম্বর ২০১২ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বেশ কিছু অসংগতি তুলে ধরেছেন তার আইনজীবী মিজানুল ইসলাম। গতকাল যুক্তি-তর্ক উত্থাপনকালে তিনি বলেছেন, এ মামলার একটি প্রধান অভিযোগ শেফালী গোরামীকে ধর্ষণ। ওই ধর্ষণের ফলে তিনি সন্তানের জন্ম দেন। মামলার তদন্ত কর্মকর্তা জেরার জবাবে জানিয়েছিলেন, শেফালী গোস্বামীকে কবে ধর্ষণ করা হয়েছে তার দিন-তারিখ তিনি বলতে পারবেন না। তবে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ধর্ষণ করা হয়।

অন্যদিকে, শেফালী গোস্বামীর স্বামী মধুসূদন গোস্বামী এ ট্রাইব্যুনালে এসে বলে গেছেন, মুক্তিযুদ্ধের বছর অগ্রহায়ণ মাসে শেফালী গোস্বামী সন্তানের জন্ম দেন। অর্থাৎ নভেম্বর মাসে তিনি সন্তানের জন্ম দেন। এ নিয়ে নানা বঞ্চনার প্রেক্ষিতে তিনি দেশ ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ধর্ষণের কারণে কারও দ্বারাই নভেম্বর মাসে সন্তান জন্মদান সম্ভব নয়। এটা একটা অলৌকিক অসংগতি।

বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মিজানুল ইসলাম গতকাল এ যুক্তি উত্থাপন করেন। তিনি বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে, মধুসূদন গোস্বামী অসুস্থই ছিলেন। তাকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে হাজির করাই প্রসিকিউশনের উচিত হয়নি। প্রসিকিউশন মধুসূদন গোস্বামীকে নিয়ে লকোচুরি খেলা খেলেছে। আজও যুক্তি-তর্ক উত্থাপন হবে।

সুত্র : মানবজমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।