আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং ডেসটিনি...

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! আমার কিছু বন্ধু ও আত্মীয়-স্বজন আছে, যারা সত্যি আমার শুভাকাঙ্খি! কিন্তু তাদের বরাবরই একটা খটকা- আমি কেন ডেসটিনি করি!? তাদের ভাষ্য হচ্ছে- তুই একটা ভাল ছেলে, ভাল ছাত্র- ডিপ্লোমাতে পুরো বাংলাদেশের মধ্যে স্ট্যান্ড করেছিস, বি.এস.সি.তে ভাল রেজাল্ট করছিস, তোর তো ফিউচার ব্রাইট! তুই কেন ডেসটিনি করবি? ডেসটিনি করে চোর-বাটপার টাইপ ছেলেরা। আর করে বোকারা...! কিন্তু তুই তো...!!! আমি তাদেরকে মনের গভির থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্যে যে- তারা আমাকে নিয়ে এতো ভাবে!!! আমি কাউকে কাউকে জিজ্ঞেসও করেছি- তাহলে আমার কি করা উচিৎ? তারা প্রত্যেকেই বলেছে- কেন ভাল কিছু! ...চাকরি! ...বা অন্য কিছু একটা যা ভাল! কিন্তু "ভাল কিছুটা" কি? এই প্রশ্নের সদুত্তর কিন্তু কেউই দিতে পারে নি! একজন তো বলেই ফেলল- পান-বিড়ির দোকান দিতে! "বাটপারি" করে বাড়ি-গাড়ির মালিক হবার স্বপ্ন দেখার চেয়ে নাকি পান-বিড়ির দোকানের আয়ে "সৎ জীবন-যাপন"(!) শ্রেয়!!! মজার ব্যপার হচ্ছে- যারা আমাকে পরামর্শ দিতে এতো তৎপর, তারা নিজেরা কিন্তু কেউই স্ব স্ব কর্মজীবনে সফল বা সুখি না! প্রত্যেকেই Looking for Better Something! কিন্তু তবুও আমাকে পরামর্শ দিতে ব্যতিব্যস্ত... তারা কোন অবস্থাতেই মানতে নারাজ- আমি ভাল কিছু পেয়েছি এবং সেটাই করছি! আমাকে নিয়ে তাদের আপসোস-এর সীমা নেই। আমি ভেবে অবাক হই- জগতের সব কিছুর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি একরকম... শুধু ডেসটিনির ক্ষেত্রে আলাদা! আমার এক এসোসিয়েটের মা সাম্প্রতি তাকে ইতালি পাঠানোর জন্য খুব তোড়জোর শুরু করেছে... কারণ, তার এক ভাই ১২ বছর ধরে ইতালি থাকেন। বর্তমানে উনি খুব(!) ভাল আছেন। এজন্য তিনি তার ছেলেকেও ১০/১২ লাখ টাকা খরচ করে ইতালি পাঠিয়ে দিবেন... একটা বার চিন্তা করলেন না- তার ভাইয়েরও ইতালিতে স্টাবলিস্ট হতে ১২ বছর লেগেছে! এক্ষেত্রে তার কথা হচ্ছে- কষ্ট না করলে জীবনে স্টাবলিস্ট হওয়া যায় না! অথচ, ১০/১২ লাখ টাকা খরচ না করেও অনেকে যে ডেসটিনিতে ৫/৬ বছরে স্টাবলিস হয়েছে- এটা তার চোখে পড়ে না! এব্যাপারে তার বক্তব্য- কবে না কবে সফল হবে, ততদিনে জীবনটাই শ্যাষ!!! আমি সত্যি এদের কথা-বার্তা কিছু বুঝি না! আমার কেবলই হাসি পায়... একটা গল্প মনে পড়ে গেল- এক লোক বাংলাদেশ থেকে আমেরিকা গেছে ড্রাইভারের চাকরিতে।

আমেরিকার রাস্তায় যে গাড়ি রাইট হ্যান্ডে চলে এটা তার মাথায় ছিল না। একদিন সে ফুল স্পীডে রং রোডে গাড়ি চালাচ্ছে... যেহুতু উল্টা রাস্তায় চালাচ্ছে তাই রাস্তার কোন সিগন্যালও সে চোখে পড়লো না! এদিকে উল্টা রাস্তায় গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে আটকাল। সার্জেন্ট তাকে ধমক দিয়ে বলল- তুমি কি পাগল হয়েছো! উল্টা রাস্তায় গাড়ি চালাচ্ছো কেন? লোকটার ঝাঁজালো জবাব- আমি পাগল হতে যাব কেন? পাগল তো হয়েছ তোমরা! তোমরাই তো সবাই উল্টাদিকে চালাচ্ছো! আসলে লোকটির দোষ না। কেউ যদি কোন সিস্টেমটাই উল্টা বুঝে- তাহলে তার কাছে ঐ সিস্টেমের সব কিছুই উল্টা মনে হবে- এটাই স্বাভাবিক। আমাদের দেশের মানুষরাও ডেসটিনি বা এম.এল.এম. সিস্টেমটাই এখনও উল্টা বুঝে বসে আছে।

তাদের মাথার মধ্যে গেঁথে গেছে এটা একটা খারাপ কাজ। তাই এর সব কিছুই এখন খারাপ। এখানে শিক্ষিত ও বুদ্ধিমানেরা কাজ করলে বলে- বাটপার! অশিক্ষিত কেউ কাজ করলে বলে- বোকা! পরিশ্রম এর কথা উঠলে বলে- অনেক কষ্ট! টাকার প্রসঙ্গে বলে- লোভ দেখাই, হারাম! সফলতার কথা বললে বলে- ব্রেন ওয়াস! স্বপ্নের কথা বললে বলে- আকাশ-কুসুম, পাগল! সত্যি, মানুষ কবে শিখবে? কবে বুঝবে? আর কতকাল অপেক্ষা করতে হবে এদের বুঝ তৈরি হতে!!! - সফিক এহসান ১ সেপ্টেম্বর '১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।