আমাদের কথা খুঁজে নিন

   

২২ বছর ধরে কঙ্কাল ডাকসু

সব সময় সত্য বলার চেষ্টা করি। বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। যা গত ২২ বছর ধরে অকার্যকর। প্রতিবছর ডাকসু নির্বাচনের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর সদিচ্ছার অভাবে হচ্ছে না বলে মনে করছেন সাবেক নেতারা। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ গনতান্ত্রিক, জাতীয় মুক্তি ও স্বাধিকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন ডাকসু থেকে নির্বাচিত।

ঢাবি শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২২ বছরে ৪২ জন যোগ্য নেতা তৈরী করার সুযোগ ছিল। যারা দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারতেন। এমনকি তারা সুষ্ঠ রাজনীতির চর্চা অব্যহত রাখতে পারতেন। কিন্তু বিশ্ববিদ্যালয় তা করতে পারেনি। তারা বলেন, কালের আবর্তে আজ এটি তার ঐতিহ্য হারাতে বসেছে।

দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ডাকসু এখন ঐতিহ্যের কঙ্কাল। সেই গৌরবজ্জ্বল ইতিহাসের ধারক বাহক ডাকসু গত ২২ বছর যাবত অকার্যকর হয়ে আছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।