আমাদের কথা খুঁজে নিন

   

এরই নাম ট্রাফিক জ্যাম

এরই নাম ট্রাফিক জ্যাম এরই নাম ট্রাফিক জাম, এমনি করেই বাংলাদেশে সময় তাহার পায় না দাম; অফিসারের অফিস কাঁদে, স্টুডেন্টের স্টাডি, ব্যবসায়ীদের ব্যবসা কাঁদে, ওস্তাদদের ওস্তাদি, ট্রাফিকজামের গেঞ্জামে আজ ভুলছে পথিক আত্মনাম! এরই নাম ট্রাফিকজাম। গভর্ণমেন্টের গর্ব ভীষণ, ট্রাফিকজামে শ্রেষ্ঠ সে! ট্রাফিকভায়ার দুঃখ মোচন - বড্ডো ভীষণ কষ্ট সে! বাড়াও রিকসা, বাড়াও গাড়ি, থাকুক রোডে সারি সারি, মানুষ যখন বাড়ছে নিতুই যানজটেরও নেই বিরাম! এরই নাম ট্রাফিকজাম। ট্রাফিকজামের গুণাবলী - তা-ওযে দেখি অগুন্ত, এই ঝামেলা না জমলে আজ ট্রাফিককুহু কে শুনত! ক্লান্ত-শ্রান্ত পথগামী লোক কেমনে একটু মুদতো দু'চোখ? পকেটমারের ঈদের মতোন কেমনে হতো কম্মোকাম? এরই নাম ট্রাফিকজাম। টাংকি মারার পিংকি সুযোগ পায় বখাটে ছোকরারা, টু পপাস স্টুল এন্ড ইউরিন চান্স পেয়ে যায় যাত্রীরা, ট্রুয়ান্ট যারা, এই সুযোগে কাটায় লগন মস্ত সুখে, পুঁচকে নেতা সুযোগ বুঝে দশকে জানায় আস্ সালাম। এরই নাম ট্রাফিকজাম। কর্তা যখন গিন্নী-ত্রাসে ফিরতে বাসায় বিব্রত, ট্রাফিকজামের স্বর্গ-ছোঁয়ায় সে-ও বনে যায় সুব্রত; প্রেমিক পেলে প্রেমিকাকে আনন্দ আর বোঝায় কাকে! সাধেই কি আর বিশ্বব্যাপী বাংলাদেশের রোজ সুনাম? এরই নাম ট্রাফিকজাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।