আমাদের কথা খুঁজে নিন

   

সনাতনী পদার্থবিজ্ঞানকে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলা হয়

ভালো কিছু করতে চাই জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-১ জ্ঞানমূলক প্রশ্ন: প্রশ্ন: বিজ্ঞান কী? উত্তর: বিজ্ঞান হলো পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতি। প্রশ্ন: পরীক্ষণনির্ভর বিজ্ঞানী কে ছিলেন? উত্তর: গ্যালিলিও ছিলেন পরীক্ষণনির্ভর বিজ্ঞানী। অনুধাবনমূলক প্রশ্ন: প্রশ্ন: সনাতনী পদার্থবিজ্ঞানকে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলা হয় কেন? উত্তর: নিউটন বলবিদ্যার তিনটি বিখ্যাত সূত্র প্রদান করেন। তা ছাড়া আলোকবিদ্যায়ও তাঁর অবদান রয়েছে।

গ্রহদের গতিপথ সম্পর্কে কেপলারের সূত্রগুলো মূল উৎসরূপে ব্যবহার করে মহাকর্ষের তত্ত্ব তিনি আবিষ্কার করেন। এসব কারণে সনাতনী পদার্থবিজ্ঞানকে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলা হয়। প্রশ্ন: বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো কী? উত্তর: বৈজ্ঞানিক পরীক্ষার ধাপগুলো নিচে দেওয়া হলো: ১. সমস্যা নির্দিষ্টকরণ ২. সমস্যাটি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ৩. অনুমিত সিদ্ধান্ত গ্রহণ ৪. পরীক্ষার পরিকল্পনা, পরীক্ষণ, পর্যবেক্ষণ ও অনুমিত সিদ্ধান্ত যাচাই ৫. পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, বর্জন বা সংশোধন ৬. ফল প্রকাশ। অধ্যায়-২ জ্ঞানমূলক প্রশ্ন: প্রশ্ন: মাত্রা সমীকরণ কাকে বলে? উত্তর: যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে, তাকে মাত্রা সমীকরণ বলে। প্রশ্ন: ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? উত্তর: প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট, তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক।

প্রশ্ন: লঘিষ্ঠ গণন কাকে বলে? উত্তর: বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রু টি যতটুকু সরে আসে, তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন। অনুধাবনমূলক প্রশ্ন: প্রশ্ন: এককের আন্তর্জাতিক পদ্ধতি বলতে কী বোঝো? উত্তর: পরিমাপের আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের এক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।