আমাদের কথা খুঁজে নিন

   

৭০ রকম আইটেম .। খাইয়া দেখেন, না খাইলে পস্তাইবেন.।

ঢাকা থেকে কিছু দূরে কাপাসিয়াতে রয়েছে বাংলাদেশের সব চাইতে বেশী ভর্তার হোটেল 'নিরিবিলি' । ' খেতে যাব, খেতে যাব' বলতেই খাদক হল ১০ জন। ২৫০০ টাকাই উত্তরা থেকে ১ টা মাইক্রো ভাড়া করলাম। ২ ঘণ্টার পথ পাড়ি দিয়ে যখন নিরিবিলি হোটেলে পৌছাই তখন ক্ষিধা আমাদের পেটে হাতুড়ি দিয়ে পিটাছিলও। প্রথমে চলল ফোটোসেশন।

হোটেলের মালিক তোঁতা মিয়ার সাথে কথা হল। উনি বললেন, খানার খরচ বেশী না, সব ভর্তা খেলেও দাম আসবে ১২০ টাকা । শুরু হয়ে গেলো ভোজন পর্ব। সব আইটেম খুবই সুস্বাদু। এখানে পাবেন শুঁটকীর ভর্তা, মাছ ভর্তা, শাক ভর্তা, জলপাই আচার সহ অন্তত ৪০ রকম ভর্তা ।

হাঁসের মাংস, কবুতরের ভূণা, চিংড়ি সহ রয়েছে ৩০ রকম তরকারি। পেট পুরে খাওয়ার পরে ১০ জনের বিল আসলো ১৭০০ টাকা। খেতে আসা অনেককেই দেখলাম বাসার জন্য পাসেল নিয়ে যেতে। ট্যুর করার অভ্যাস, তাই খাওয়ার পরে ঘুরতে বের হলাম। প্রথমে গেলাম ব্রহ্মপুত্র নদীর ধারে, হোটেল থেকে ১০ মিনিটের পথ।

তারপর গেলাম ঈশাখার দুর্গ দেখতে। দুর্গের অবশিষ্ট তেমন কিছু ছিল না। লোকমুখে শুনলাম শাহী মসজিদের কথা। এইখানে যে যা চাই, তাই নাকি পাই। আরও পাবেন ১২ ভূঁইয়ার কবর, যার নাম ১১ সিন্দূর।

সন্ধ্যার দিকে রওনা দিলাম ঢাকার উদ্দেশে। যাবার উপায়ঃ ঢাকা পরিবহন, জলশিরি পরিবহনের বাসে মহাখালী থেকে আসতে হবে। ভাড়া নিবে ১১০ টাকা। মাইক্রোতে করেও আসতে পাড়েন। ভাড়া নিবে ২৫০০ টাকা।

। ‘নিরিবিলি হোটেল’, টোক নয়ন বাজার, টোক ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা। মোবাইলঃ তোঁতা মিয়া- ০১৮২১-৬০৩৪২৮ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।