আমাদের কথা খুঁজে নিন

   

কাচের ঘর বা সবুজ বাড়ি সব সময় গরম থাকে

ভালো কিছু করতে চাই জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অধ্যায়-১১ অনুধাবনমূলক প্রশ্ন প্রশ্ন: লোহার তাপ পরিবাহকত্ব 80 Wm-1K-1 বলতে কী বোঝ? উত্তর: লোহার তাপ পরিবাহকত্ব 80 Wm-1K-1 বলতে বোঝায় 1m পুরুত্ব এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের লোহার কোনো খণ্ডের দুই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য 1K হলে এর উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে 80 W হারে তাপশক্তি পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হবে। প্রশ্ন: কাচের ঘর বা সবুজ বাড়ি সব সময় গরম থাকে। কারণ ব্যাখ্যা করো। উত্তর: আমরা জানি, কাচের মধ্যে দিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাপ সহজে চলে যেতে পরে, কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ যেতে পারে না।

কাচের এই ধর্মের ওপর ভিত্তি করে সবুজ বাড়ি তৈরি। শীতপ্রধান দেশে এই সবুজ বাড়িতে গাছপালা, ফুল, মূল্যবান উদ্ভিদ ইত্যাদি কাচের ঘরের মধ্যে রাখা হয়। সূর্য থেকে নির্গত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে সহজে ঘরটিতে প্রবেশ করতে পারে। এর ফলে গাছপালা বা মাটি গরম হয়ে যায়। গরম মাটি বা গরম গাছপালা অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তাপ বিকিরণ করে।

কিন্তু এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের ঘরটি বেশ গরম থাকে। অধ্যায়-১২ জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন: তাপ ইঞ্জিন কাকে বলে? উত্তর: যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তাপ ইঞ্জিন বলে। প্রশ্ন: অন্তর্দহ ইঞ্জিন কাকে বলে? উত্তর: যে ইঞ্জিনে জ্বালানির দহন ক্রিয়া মূল অংশের ভেতরে ঘটে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে। প্রশ্ন: ফ্রেয়ন কী? উত্তর: ফ্রেয়ন এক প্রকার উদ্বায়ী পদার্থ।

এর রাসায়নিক নাম ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন (Cl2F2)। এটি অতি নিম্নচাপে ও নিম্ন তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হতে পারে। এ জন্য একে হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। অনুধাবনমূলক প্রশ্ন প্রশ্ন: অটোচক্র বলতে কী বোঝ? উত্তর: পেট্রল ইঞ্জিনে দুবার সামনে ও দুবার পেছনে—এই চারবার গতির সময়ে মাত্র একবার জ্বালানি সরবরাহ করা হয়। ড. অটো প্রথম সফলতার সঙ্গে এই ইঞ্জিন চালু করেন বলে চক্রের পরপর চারটি ঘাতের ক্রিয়াকে অটোচক্র বলে।

প্রশ্ন: রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ কী? উত্তর: রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ হলো: ১. কম্প্রেসারের প্রধান কাজ হলো গ্যাসীয় ফ্রেয়নকে সংকুচিত করে অতি উচ্চচাপ ও তাপমাত্রায় নিয়ে যাওয়া। ২. কম্প্রেসার চালু করা হলে বাষ্পীভবন কুণ্ডলীতে চাপ হ্রাস পায়। ফলে ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হতে পারে। অধ্যায়-১৩ জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন: প্রথম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? উত্তর: প্রথম ১৯০০ সালে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। প্রশ্ন: আলোক ফ্লাক্স কাকে বলে? উত্তর: কোনো দীপ্তিমান বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে আলোক ফ্লাক্স বলে।

প্রশ্ন: দীপন ক্ষমতা কাকে বলে। এর সংকেত কী? উত্তর: কোনো বিন্দু উত্স থেকে প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে একক ঘনকোণে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে ওই উেসর দীপন ক্ষমতা বলে। এটি একটি মৌলিক রাশি এবং এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংকেত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.