আমাদের কথা খুঁজে নিন

   

সোজা বাংলায় একটা কথা বলি...

পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ...... সোজা বাংলায় একটা কথা বলি, বহদ্দারহাটের ফ্লাইওভার এর যে বাকি অংশ আছে সেটা পাবলিকদের ই উচিৎ অবিলম্বে ভেঙ্গে ফেলা। নাহলে চালু হবার আগেই আরো কত মানুষের প্রাণ এই ফ্লাইওভার নিবে তা কল্পনাতীত, আর চালু হয়ার পরের টা তো বলার অপেক্ষা রাখে না। কারন যে গার্ডার গুলো বাকি আছে সেগুলো তেও প্রায় ১২-১৫ জায়গায় ফাটল আছে এবং সেগুলো সিমেন্ট দিয়ে লেপে দেওয়া হয় কদিন পর পর। এই ফ্লাইওভার তো একটা রিকশার ওজন ও নিতে পারবে না, বাস ট্রাক দূরে থাক। চাই না ফ্লাইওভার, যানজট থাকুক, দেরিতে বাসায় যাবো। সময়ের চেয়ে জীবন অনেক দামী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।