আমাদের কথা খুঁজে নিন

   

এক একটি অপমৃত্যু ও এর শাস্তি!!!প্রসংগ গার্ডার ভাঙ্গা ও আশুলিয়া আগুন।

এক একটি জীবন্ত মানুষ যেমন ভিন্ন ভিন্ন মানুষের জীবনে ভিন্ন ভিন্ন ভাবেই গুরুত্বপূর্ণ,তেমনি এক একটি মৃত মানুষ বা তাদের অপমৃত্যুও ভিন্ন ভিন্ন প্রিয় মানুষের জীবনে ভিন্ন ভিন্ন ভাবেই ভয়ংকর স্মৃতি। আমি আপনি কেউ হয়তোবা নিজেদের গুরুত্বটা ততটা বুঝতে পারি না,যতটা আমাদের হারানোর পর আমাদের গুরুত্ব আপনজনদের আর্তনাদে ফুটে উঠে।তেমনি হয়তো প্রাত্যহিক হাসি-ঠাট্টা-দুঃখে বেঁচে থাকা আমাদের এ ছা- পোষা জীবনে কাল অপমৃত্যুর স্বীকার মানুষগুলোর হারানো দুঃখ ততটা ছুঁয়ে যায় নি,যতটা তার বা তাদের বাবা,মা,ভাই,বোন,বন্ধু,দাদা,দাদী,নানা,নানী,মামা,মামী,........... নাহ হারানো প্রিয় মানুষটির উপস্থিতির অভাব বোধ করার মানুষের অভাব নেই,অভাবও হয় না! এক মিনিটের জন্য চোখ জোড়া বন্ধু করুন।আপনার প্রিয় মানুষদের ছাড়া একটি মুহূর্ত চিন্তা করতেই কি শরীরটা শিউরে উঠছে না?(এমনটা আমি কখনোই চাচ্ছি না,সবাই সবার প্রিয় গন্ডিতেই বেঁচে থাকুক) কালকের অপমৃত্যুগুলোর পিছনে আমার দৃষ্টিভঙ্গিঃ দুর্নীতির কাছে প্রায় ৪০০-৪৫০ প্রিয়জনকে তার পরিবার বিক্রি করল তাদের লাশের রক্তের দামে। আর আমাদের কেরানী পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষিত সকল দুর্নীতিবাজ হত্যাকারী হিসেবে নিজেদের অভিষিক্ত করল । তাই আমি প্রতিটি দুর্নীতির সাথে জড়িত সব আমানুষদেরও এ পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই।এদের মৃত্যু কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।