আমাদের কথা খুঁজে নিন

   

"আমি মনে প্রানে বাঙালী, বিলিভ মি"

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.......এ জীবন পূণ্য কর..... এ জীবন পূণ্য কর.... এ জীবন পূণ্য কর দহন দানে...... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...... আমি বাঙালী । হিন্দী সিনেমা আমার খুব প্রিয় । হিন্দী সিরিয়াল শুরু হলে তো টিভির সামনে থেকেই উঠি না । তবে বাংলা সিনেমা আমি দেখি না । রাবিশ, এইগুলা কোন সিনেমা হল নাকি !!! ছ্যাঃ....ছ্যাঃ......ছ্যাঃ...।

কথার মাঝখানে অপ্রয়োজনে ইংরেজী বলি । এটা না পারলে আজাকাল মেয়েদের সামনে নিজেকে স্মার্ট-ড্যাশিং বয় মনে হয় না। । আমি ইংরেজীতে দেখি স্বপ্ন, ইংরেজীতে বাঁধি সুর। বিয়ের সময় ফর্সা পাত্রী খুঁজি ।

ফর্সা মেয়ে না হলে আমি বিয়েই করবো না। কালো মানুষকে 'কালু', 'কাউলা' বা 'কাইল্যা' ডাকি । সৃষ্টিকর্তা মানি তবে ঘুষের টাকা নিতে এক ফোঁটা বিলম্ব করি না । ঐ যে নচিকেতার একটা গান আছে না, ঘুষ আমার ধর্ম, ঘুষ আমার কর্ম। হে.....হে.....হে...... বুঝলেন না ।

কোনো লোক মদ খেলে তাকে ঘৃনা করি, তবে ঘুষখোরের কাছে মেয়ে বিয়ে দিতে একটুও আপত্তি নাই ! নামাজ পড়ার সময় আমি সবার সাথে এক কাতারে দাঁড়াই...তবে বাসায় কাজের লোকের সাথে এক টেবিলে খাই না । সালাম মানে "আপনার উপর শান্তি বর্ষিত" হোক অথচ সালাম শুধু উর্ধ্বতন মানুষদের দেই, নিম্ন সমাজের মানুষদের (গরিব) সালাম দেবার প্রশ্নই আসে না ! বড় সাহেবকে দেখলে হাত কচলে গদগদ করে চেয়ার ছেড়ে দেই আবার বাবার বয়সী রিক্সাওয়ালাকে তুই তোকারি করা আমার খুব প্রিয় । আমি একুশের প্রভাত ফেরীতে আ মরি বাংলা ভাষা গেয়ে টেয়ে পহেলা বৈশাখে বাসী, পচা পান্তা ভাত খাই কিন্তু, বাসায় বাসী খাবার আমার কাজের পিচ্চিটাকে দেই ! আমি মনে প্রানে বাঙালী, বিলিভ মি । খুদা কি কসম !" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।