আমাদের কথা খুঁজে নিন

   

দৌড়ের ট্র্যাক

বাবা যে হাতে হাত রেখে' হাটা শিখিয়েছিলে, হোঁচট খেয়েছি অনেক' পুনর্বার চেষ্টায়; হাটা শেখে তোমার ছেলে। আবার হোঁচট' তবে এবার জীবন দৌড়ে। পাশে নেই আপনজন! তোমার ছেলে যাবে কি হেরে? হারতে শিখিনি তোমার থেকে, থাকবো না আর দৌড়ের ট্র্যাক মুখ থুবরে। পৃথিবী জয় করতে এসেছি, থাকতে আসিনি বদ্ধ ঘরে। প্রতিটি জয় ছিনিয়ে নিয়ে, বাসা বাঁধি অন্তর মহলে।

কেহই বাদ যায় না, দৌড় যাবে না বিফলে। পতাকা গাড়তে হয় না এভারেষ্ট শিখরে। মন নামক পর্বত আরোহী, মনের মাঝেই কুড়েঘর। সবার আপন আমি, আবার সবাই আমার পর। পকেট শুন্য হতে পারে, মনের আমি রাজা।

উজির নাজির হতে আসিনি, সবাই আমার প্রজা। মনের সওদায় মন কিনি, অসাধুতা জানিনে। পিছে থেকে কাধ শক্ত করে ধরি, পিঠে ছুরি মারিনে। এক পা আগাবে তো, হাটার পথ করে দেবো। ভালবেসে দেখো একটি বার, নিজেকে উজার করবো।

ছুরি চালাবে তো নেবো বুক পেতে, ও পথ আর মাড়াবোনা। ছেড়ে যাওয়া পথ আমার কথা বলবে, হয়ে যাবো তোমার তরে অচেনা। ভালবাসায় ভিখেরি, দয়া করুনা দূরে রাখ। আমি যা খুজি তোমাতে, তুমি কি তা দেখো। অন্ধের ভান যদি করো, তোমাকে লাল সালাম! আমায় আপনাতে যদি পারো, তোমার তরে হবো গোলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.