বাংলাদেশ 'thanks giving day' নেই কেন? এখানে (USA) আসার আগে আমি এই দিনের সাথে পরিচিত ছিলাম না। পরিচয়ের পর থেকেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। নিজেই উত্তর দিলাম, আরে এটাতো ভীনদেশি/বিদায়েতি culture. কিন্তু আমরা কত ভীনদেশি/বিদায়েতি culture এ তো পালন করি। এইটা করলে দোষ কি? আমি দেখতে চাই, এই দিনে Garments শিল্পের মালিকগণ তাদের সস্তা শ্রমিকদের জন্য Fire Safety মহরার আয়োজন করছেন। শ্রমিক মায়েদের বাচ্চাদের জন্য baby seating এর আয়োজন করছেন। এবং সবশেষে প্রত্যেক শ্রমিকের জন্য এক খানা লাল গোলাপ এগিয়ে দিয়ে বলছেন "আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, আপনার মহামূল্যবান শ্রম দিয়ে আমাকে এবং আমার প্রতিষ্ঠান কে এগিয়ে নেবার জন্য। কৃতজ্ঞতা স্বরুপ আপনার নিরাপত্তার সর্বোত্তম দায়িত্ব আমি আমার কাধে নিলাম" আমার ধারনা তাতে খুব বেশি খরচ হবেনা। না হয় একটা ভীনদেশী culture adopt করেই ফেললাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।