আমাদের কথা খুঁজে নিন

   

লোক দেখানো শোক আজি বন্ধ হোক

দু চার দিন খুব কান্নাকাটি হবে। পেপারে শোক বার্তা আর ফেবু প্রেফাইল পিক কালো রংয়ে ছেয়ে যাবে। আমরাও শোকে পাথর হয়ে কিছুদিন বিলাপ করবো। বিরেধী দল সরকারকে দোশারোপ করবে, সরকার দোশারোপ করবে সৃষ্টি কর্তাকে। কোরবানীর গরুর মত একেকটা জিবনের মুল্য নির্ধারন করে ক্ষতি পুরণ দেওয়া হবে। সে অনুষ্ঠান প্রচারিত হবে টিভি চ্যানেলে। মন্ত্রি মোহদয় কোন পানজাবীটা পরলে ক্যামেরায় ফুটবে ভাল তা নিয়ে থাকবেন মহা চিন্তিত। আসুন আমরাও একটু চিন্তাবীদ হয়ে যাই। আমাদের নিকটাত্তীয় কবে ব্যাস্ত হয়ে জটলা পাকাবে লাশ খোঁজার মিছিলে ? একলক্ষ টাকার চকচকে চেক কি তাদের বাধ্য করবে আমাকে ভুলে যেতে ??  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।