আমাদের কথা খুঁজে নিন

   

ষাট গম্বুজ মসজিদ

১৭ নভেম্বর, ২০১২। আমরা গিয়েছিলাম বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে । মসজিদ টিতে প্রবেশের মুখেই চোখে পড়লো হালকা একটি বিবরণী, দর্শনার্থীদের জন্য। নান্দনিক স্থাপত্য শিল্পের সমাহার এই মসজিদ টিতে । এটি মসজিদের সামনের অংশ । মসজিদ দেখা শেষে আমরা গেলাম কম্পাউন্ডে অবস্থিত জাদুঘরে । সেখানে আছে সেখানে আছে খান জাহান আলী – র পোষা কুমীর ধলা পাহার এর দেহাবশেষ , শুধু মাথাটি পাথরের তৈরি । আরও আছে এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত মাটি, কাঁচ ও বিভিন্ন ধাতুর তৈরি তৈজসপত্র, অস্ত্র, খেলনা , আর নিত্য ব্যাবহারের সামগ্রী । আর এই কুমীর টি হচ্ছে খান জাহান আলী – র পোষা কুমীর কালা পাহাড় - ধলা পাহাড় এর শেষ বংশধর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।