আমাদের কথা খুঁজে নিন

   

ভয় পাইসি । আসলেই কি এমনটা হবে নাকি ওরা মজা করতেছে

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি কিছুক্ষণ আগে , শিবির করি জীবন গড়ি নামের একটা পেইজ দেখলাম । যদিও আমি শিবির লীগ , বা দল এই সব রাজনৈতিক ব্যাপার নিয়ে মাথা ঘামাই না , বা কথাও বলি না । কিন্তু আজ সত্যি ভয় পাইসি ছবিটা দেখেন, আর বলেন ভয় পামুই বা না ক্যান শিবির এর ফেসবুক ফ্যান পেইজ থেকে নেয়া ছবিটিঃ আসুন শিবির করি , জীবন গড়ি ভাই একটা রিকুয়েস্ট আপনাদের প্রতি , সব কিছুই করেন , কিন্তু প্লিজ অস্ত্র হাতে নিয়েন না । সাধারণ মানুষ ই শুধু মারতে পারবেন ক্ষমতাধর মানুষ দের নাগালো পাইবেন না । কি দরকার ভাই অস্ত্রবাজী করা । আমি বাংলাদেশ এ আমেরিকা বা ইন্ডীয়ান সেনাবাহিনী দেখতে চাই না । বাংলাদেশ অস্থিতিশীল হইলেই ওরা আমাদের আফগানিস্তান / পাকিস্তান বানায়ে দিবে । আমেরিকা আর ইন্ডিয়া হারামিরা শুধু সুযোগ খুজতেছে । :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।