আমাদের কথা খুঁজে নিন

   

১২ জন জামায়াত শিবিরকর্মীকে আটক করা হয়েছে উত্তরায়

আমি সত্য কথা বলি যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির। রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এ ছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবিরের কর্মীরা। রাজধানীর উত্তরায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে উত্তরার চার নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

ওই সেক্টরের সি-সেল রেস্তোরাঁর গলি থেকে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। পুলিশ সদস্যদের দেখামাত্র তারা ইট ছুঁড়তে থাকে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তিনি বলেন, “ঘটনার পর আশ পাশের ভবনে অভিযান চালিয়ে আরো বিশ থেকে ২৫ জনকে আটক করা হয়। তবে তারা জামায়াত শিবিরের সঙ্গে নাশকতায় জড়িত ছিল কিনা যাচাই-বাছাইয়ের পর তা বলা যাবে।

” যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির। রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এ ছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবিরের কর্মীরা। এসব ঘটনায় এ পর্যন্ত দেড় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আর পুলিশের সঙ্গে সংঘাতে জড়িত থাকার অভিযোগে সারাদেশে আড়াই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।