আমাদের কথা খুঁজে নিন

   

আমরা শুধুমাত্র একটু শান্তিতে থাকতে চাই । চাইনা কোনও পদ্মা সেতু, চাইনা কোনও ফ্লাই ওভার !!!

(অনেক শোকে স্তব্ধ হয়ে পোস্ট টা দিয়েছি) নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ে ভয়ংকর অবস্থা বহদ্দারহাটে …. নিহতের সংখ্যা কমপক্ষে ১০০… বেশিও হতে পারে... সরকার কি বলবে এবার ?? এটাও কি জামায়াত – শিবিরের ষড়যন্ত্র ? না কোনও অজ্ঞাত সন্ত্রাসবাদীদের সরকার উতখাত এর পদক্ষেপ ? হাজারো আশার বানী শুনিয়ে , কত শত সপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিল বর্তমান সরকার । কিন্তু এই কয় বছরে তাদের ঝোলায় শুধু বেরথতা আর দুর্নীতি । এতদিন তারা শুধু দুর্নীতি আর জামায়াত ইসলাম কে নিয়ে বেস্ত ছিল। জনগণের দিকে নজর দেওয়ার সময় ছিল না তাদের । এখন শেষ সময়ে এসে নজর দিয়েছেন সাধারন জনগণের দিকে , জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য পদক্ষেপ হাতে নিয়েছেন তারা ।

বাংলাদেশে দুর্নীতি যে কতদূরে এগিয়েছে তা বন্দর নগরী চট্রগ্রাম এর এই ঘটনাতেই প্রমান হয়। কতটা নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যাবহার করলে একটা ফ্লাই ওভার দুই দুই বার ভেঙ্গে পরতে পারে ? অসুবিধা কি? বাংলাদেশ এর মানুষের জীবনের কি কোনও দাম আছে ? আমরা তো তাদের কাছে মানুষ না, শুধু ক্ষমতার চেয়ার এ বসার ক্রেডিট কার্ড । আর ১৬ কোটি মানুষের মধ্যে ২০০ মানুষ মারা গেলে কি-ই বা এমন হবে । ২০০ ভোট কমে যাবে। এটা তেমন কোনও ক্ষতি না তাদের কাছে ।

কিন্তু কথায় আছে, যার বেথা সেই বোঝে । এইসব মৃত মানুষ গুলর পরিবারের কষ্ট আপনারা তো বুঝবেন না। আপনারা শুধু বুঝবেন ক্ষমতার দাপট , চেয়ার এর ওজন । বলতে পারেন, এভাবে আর কত মানুষ প্রান দিলে আপনাদের মন তুষ্ট হবে ? আর কত মায়ের কোল খালি করতে হবে ? আর কত সন্তানকে বাবা – মা ডাকার অধিকার কেড়ে নিতে চান আপনারা ? আমরা শুধুমাত্র একটু শান্তিতে থাকতে চাই । চাইনা কোনও পদ্মা সেতু, চাইনা কোনও ফ্লাই ওভার, এগুলো ছাড়াই আমাদের বেশ চলে যাচ্ছে ।

আমাদের একটু শান্তিতে থাকতে দিন!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.