আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে...

চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে নিহত ২ বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের ৩টি গার্ডার ভেঙে দুই জন নিহত হয়েছে। গার্ডারের নিচে কমপক্ষে আরও ২০ জন চাপা পড়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহদ্দারহাটের বহদ্দারবাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ফ্লাইওভার নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারের কার্যালয় ও পুলিশ বক্সে আগুন দিয়েছে বলে জানা গেছে।

সময় সংবাদের চট্টগ্রাম প্রতিনিধি কমল দে টেলিফোনে জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু করেছে সেনা বাহিনী। দমকল বাহিনী উদ্ধার কাজ করতে এলেও জনতার প্রতিরোধের মুখে করতে পারেনি। পরিস্থিতি এখন পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশ ও বিভিন্ন সংবাদমাধ্যমের ১০টি মোটর সাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

পুড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়িও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.