আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ-জনতা সংঘর্ষ, নির্মাণসামগ্রীতে আগুন চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে নিহত ৫, আহত অনেকে

এখনো গেলনা আঁধার............... চট্টগ্রাম (বহদ্দার হাট থেকে): নগরীর বহদ্দারহাটের অদূরে খাজা রোডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ভেঙে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, অন্তত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এরা দুজনই পথচারী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফ্লাইওভার নির্মাণসামগ্রী ও সরঞ্জামে আগুন ধরিয়ে দিয়েছেন।

গোটা বহদ্দারহাট এলাকায় পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। chittagongএ মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত অনেককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচে প্রতিদিনের মতো সবজি বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছিলেন।

দুর্ঘটনায় এসব সবজি বিক্রেতারা হতাহত হন। পুলিশ ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও স্থানীয়র‍া ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত ২ জনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, বহদ্দারহাট ফ্লাইওভারের দুর্ঘটনার পর এ পর্যন্ত নাজমা (২৬)সহ ৮ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে।

এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। chittagongআহতদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে, ফ্লাইওভারের গার্ডার ভেঙে বহু লোক হতাহত হয়েছে মর্মে গুঞ্জন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। একপর্যায়ে উত্তেজিত জনতা ফ্লাইওভার-নির্মাণশ্রমিকদের থাকার জন্য অস্থায়ীভাবে তৈরি করা ছাউনিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি গাড়ি।

ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক আবদুল মান্নান বাংলানিউজকে জানান, উদ্ধার কাজ পরিচালনার জন্য সেনাবাহিনীর সাহায্য ‍চাওয়া হয়েছে। শিগগির সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেবেন। ধ্বংসস্তূপের নিচে জোড়া পা: ভেঙে পড়া গার্ডারের নিচে এখনো দেখা যাচ্ছে জোড়া পা, মানুষের শরীরের উপরের অংশ। রক্ত আর পানি একাকার হয়ে আছে ফ্লাইওভারের নিচে জমে থাকা পানি। বীভৎস এ দৃশ্য উপেক্ষা করে মানুষ আপ্রাণ চেষ্টা করছে দানবাকৃতির গার্ডারের নিচে চাপা পড়া নিথর দেহগুলো উদ্ধারের জন্য।

broken প্রত্যক্ষদর্শীর বক্তব্য: ফ্লাইওভার সংলগ্ন শাহ আমানত ডেকোরেটর্সের মালিক হাজি মো. বখতেয়ার, কর্মচারী আলমগীর ও সৈয়দ মঈনুদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। প্রথমে একটি গার্ডার ভেঙে পড়ে। এরপর আরো দুটি। এসময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তারা জানান, এসময় বহদ্দার পুকুর পাড়ে কিছু লোকজন ও পথচারী গল্পগুজব করছিলেন, কয়েকজন সবজি বিক্রেতা ছিলেন। সব মিলে ৫০ থেকে ৬০ জন মানুষ ছিলেন। ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা: বিক্ষুব্ধ জনতা নির্মাণশ্রমিকদের থাকার জন্য অস্থায়ী ভাবে তৈরি করা ছাউনি, ফ্লাইওভারের নিচে রাখা নির্মাণসামগ্রীতে আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসে। উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়লে গাড়িটি ফিরে যায়। পুলিশ-জনতা সংঘর্ষ বহদ্দারহাট মোড়ে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

বিক্ষুব্ধ জনতা ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে ১টি মোটরসাইকেল সাংবাদিকের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (ৠাব) একটি টিম। এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে নিহতের স্বজনদের আহাজারি। ইতিমধ্যে মো. মামুন (৩০), মো. রাসেল (২৬), ওমর ফারুক (৩৩), হাফিজুল মিয়া (১৬), সোহেল মিয়া (৩০), শাহাবুদ্দিন (২০), নাজমা আকতার (২৬), রিপন ধর (২৬)সহ অজ্ঞাত পরিচয়ের ৩জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে।

তাদের জরুরি বিভাগ ছাড়াও ক্যাজুয়ালিটি, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সিডিএর নির্মাণাধীন এ ফ্লাইওভারে এবারসহ তিনবার দুর্ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এ ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ পায়। তবে প্রতিষ্ঠানটি নিজেরা কাজটি না করে জেবি কনস্ট্রাকশনসহ অন্য ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফ্লাইওভার নির্মাণের দায়িত্ব দিয়েছে। http://www.banglanews24.com/detailsnews.php?nssl=18c0472459b10ddcd51fb10f03064fc2&nttl=24112012153572  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।