আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাঙ্গার খেলাতে কি পাওয়া যায় ?

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - আমার ছোট্ট এই জীবনে অনেক বেশী স্বপ্ন আর আশা ছিল না , সাধারণ মানুষ আমি , তাই হয়তো তোমাকে নিজের চেয়েও বেশী ভালোবেসে ছিলাম বুঝনি তুমি , হয়তো বুঝেছিলে কিন্তু মূল্য দাওনি , কারণ তোমার কাছে ভালোবাসার মূল্য নেই তুমি ক্ষণিকের জন্য কাউ কে ভালবাসতে পারো । তুমি পারো কাউ কে নিয়ে ভালোবাসার খেলায় মেতে উঠতে । কি অদ্ভুত মানুষ তুমি কারো মন নিয়ে খেলতে পারো । আমি জানি না এই মন ভাঙ্গা গড়ার খেলাতে কি পাওয়া যায় ।

কেন তোমার মত কিছু মানুষ মেতে উঠে এই মন ভাঙ্গার খেলাতে । তুমি জানো আমার কষ্ট হয় শুধু , আমি তো ভালোবেসে ছিলাম । বিনিময়ে এই টুকু পেতে হল । কষ্ট হয় আমি তো তোমার দেখানো স্বপ্নের পথটি ধরেই হাঁটতে চেয়েছিলাম । বিনিময়ে কিছু অবহেলা পেলাম ।

মিথ্যা কিছু স্বপ্নের পিছনে নিজের বাস্তব স্বপ্ন গুলোকে হারালাম । তবুও তোমায় ঘৃণা করবো না , শুধু বলবো যদি কোন স্বপ্ন বাস্তবতায় রূপ দিতে না পারো , তবে কাউ কে সেই স্বপ্ন দেখেও না কারণ তোমার কাছে স্বপ্ন সাময়িক সময়ের খেলা কিন্তু কারো কাছে এই স্বপ্ন গুলো তার বেঁচে থাকার প্রেরণা । । ইমরান নীল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।