আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইরা হেল্পান (ওয়েব ক্যাম বিষয়ক)

আকাশ মেঘে ঢাকা..ঢেকে যায় সব রোদ..ছায়া ছায়া অন্ধকারে..পুড়ে যায় সব রোদ... আমার ল্যাপ্টপ Acer Aspire V3-47। থাইল্যান্ড থেকে কেনা। প্রথমে আমি ওয়েব ক্যাম ব্যবহার করেছি। কিন্তু নতুন করে Windows 7 32 Bit দেয়ার পর আর ওয়েব ক্যাম চলছে না। Driver Disc দেয়া হয়েছে।

Camera-(Suyin driver)_Acer CrystalEye webcam_5.8.31.500-WHQL নেট থেকে নামিয়ে ইনস্টল দিয়েছি। কিন্ত সেটা নিজেই ঠিকমত কাজ করে না। সার্চ অপশনে গিয়ে ওয়েব ক্যাম লিখে সার্চ দিলে কিছু আসে না। Device Manager অপ্সহনেও ওয়েব ক্যাম বলে কিছু নাই। কেউ হেল্প করতে পারলে খুশি হতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.