আমাদের কথা খুঁজে নিন

   

আরও সন্তান চাই !

নিজের ১৬তম সন্তানের জন্ম দিয়ে আনন্দে আত্মহারা মা সু রাডফোর্ড। আর এরপরই স্বামী নুয়েলের কাছে বায়না আমি আরও সন্তান চাই। এরই মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারের খেতাব অর্জন করে নিয়েছে সু-নুয়েল দম্পতি। ৩৭ বছর বয়সী এই মা নিজেই তার ১৬ সন্তানের দেখাশুনা করেন। সু বলেন, “আমি মা হতে ভালোবাসি।

তাই এ ব্যাপারে নিজেকে আমি খুব ভাগ্যবতী মনে করি। ”সু প্রথমে মা হন ১৪ বছর বয়সে। তখন নুয়েলের বয়স ছিল ১৮ বছর। সে সময় জন্ম নেয় তাদের প্রথম সন্তান ক্রিস। ক্রিসের বর্তমান বয়স ২৩ বছর।

সু আর নুয়েল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের দ্বিতীয় সন্তান সোফি’র জন্ম হয়,যার বর্তমান বয়স ১৮। তারপর একে একে তাদের ঘরে জন্ম নেয় ক্লোই (১৭), জ্যাক (১৫), ডেনিয়েল (১৩), লুইক (১১), মিলি (১০), কেটি (৯), জেমস (৮), এলি (৭), এ্যামি (৬), জশ (৪), ম্যাক্স (৩), এবং টিলি(২)। গত বছরের অক্টোবরে জন্ম নেয় অস্কার আর মাত্র সাত সপ্তাহ আগে পরিবারে যোগ দেয় ক্যাসপার। সবাইকে এক সঙ্গে বাইরে নিতে হলে নিজেই নিজেদের মিনিবাস চালায় সু। আর সন্তানদের এক সাথে দেখে আবেগপ্রবণ হয়ে উঠেন সু।

সু বলেন, “অনেকেই আমাদের নিয়ে মজা করে। আবার কেউ কেউ ভাবে আমরা সন্তানদের ভালো দেখভাল করতে পারছি না। তাদের ধারণা ভুল। আমরা আমাদের সন্তানদের বেশ ভালোভাবেই দেখাশুনা করছি। তাদের প্রতি আমরা খুবই সচেতন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

” তবে সু ও নুয়েল দম্পতির প্রতি সপ্তাহে খাবারের পিছনে ব্যয় হয় আড়াইশ ইউরো। মোট নয়টি বেডরুম সমৃদ্ধ বিশাল বাড়ি তাদের। আর বাড়িতে রয়েছে শিল্পকারখানার মতো বড় ওয়াশিং মেশিন আর বিশাল আকারের রেফ্রিজেরেটর। আর এদিকে তাদের বাড়িটি এখন হয়ে উঠছে আরও পরিপূর্ণ। কেননা তাদের দ্বিতীয় সন্তান মেয়ে সোফি এরই মধ্যে উপহার দিয়েছেন প্রথম নাতনী ডেইজিকে।

View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।