আমাদের কথা খুঁজে নিন

   

৪২০ কবিতা সমগ্র

বিশেষ কিছু বলার নাই তবে এটুক বলার আছে খালি খিদা লাগে এমন কি খাইলেও খিদা লাগে :( পাগলের সুখ -------------- হে নারি তুমি যাচ্ছ করে গাড়ি তোমার দিকে তাকিয়ে পথ চলিতে গিয়ে খাম্বায় খেয়েছি বারি দূরে চলে গেছো তুমি আসবেনা জানি... তাই বাঁশ বাগানে বসে বসে আকিজ বিড়ি টানি। জানটুশ বলে ডাকতে তুমি মনে মনে ভাবি এই হৃদয়ে মেরেছি তালা তোমার হাতে চাবি। তোমায় নিয়ে লিখেছি কবিতা লিখেছি কতো গান এখনো মনে আছে জর্দা দিয়া খাইতা তুমি পান। যাহা চাইতে তাহাই পাইতে করতামনা কিছুতে মানা। তবুও তুমি বললে আমায় আর ইউ পম গানা? বলিতে তুমি তোমার রাজত্তে আমি একাই হলাম রাজা এখন মনে হয় ভুল শুনেছি টেনেছিলাম বুঝি গাজা নাইকা তুমি অন্য কারো আমি হলাম ভিলেন... বাস্তবে চালাই ঠেলা গাড়ি স্বপ্নে চালাই পেলেন হ য ব র ল ------------- এই হৃদয়ে করেছিলাম ভালোবাসার চাষ।

। বুঝলেনা তুমি দিয়ে গেলে বাঁশ। । ইটের উপড়ে ইট। ।

তোমার কথা মনে পড়লে আমি হই ফিট। আমার মনের ক্যানভাসে আজও তোমার ছবি আঁকা সোজা আঙুলে ঘি উঠেনা তাই করতে হোল বাকা। কষ্ট করে এসেছিলুম দেখবো তোমায় তাই... এমন সময় লাঠি নিয়ে আসলো তোমার ভাই তোমার বাবা বলেছিল আমায় অপদার্থ... যখন আমি বলেছিলাম তোমায় ভালবাসি নিঃস্বার্থ। স্বপ্নে আমি তোমায় নিয়ে করছি বাসর ঘর... বাস্তবে যে অন্য কেউ হয়েছে তোমার বর তুই আমার রাজ কন্যা সমুদ্রের ওই ঢেউ... আমার মতো এত ভালবাসবেনা তো কেউ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।